কলকাতা: ত্রুটিমুক্ত ভোটার তালিকা তৈরির দাবি উঠল সর্বদলীয় বৈঠকে। নির্বাচন কমিশনকে আরও সক্রিয় ভূমিকা নেওয়ার পরামার্শ দিল রাজনৈতিক দলগুলি। আগামিকাল বুধবার থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত ভোটার তালিকায় বিশেষ সংক্ষিপ্ত সংশোধন কর্মসূচি চলবে নির্বাচন কমিশনের উদ্যোগে। তার জন্য মঙ্গলবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের দফতরে সর্বদল বৈঠক বসে। স্বীকৃত সব রাজনৈতিক দলের প্রতিনিধিই হাজির ছিলেন বৈঠকে। নির্বাচন দফতরের অন্য অফিসাররাও উপস্থিত ছিলেন।
কমিশন ভুয়ো ভোটার ঠেকাতে বিশেষ নজর দিতে চায়। তারা জানিয়েছে, এবার মোবাইল ফোনে ভোটার হেল্প লাইন অ্যাপ ডাউনলোড করে নাম নথিভুক্ত করা যাবে। এ ছাড়া কমিশনের ওয়েবসাইটেও লগইন করে নাম তোলা যাবে।
বৈঠকে বিরোধী দলগুলি দাবি করে, ত্রুটিমুক্ত ভোটার তালিকা তৈরি করতে হবে, ভূতুড়ে ভোটার বাদ দিতে হবে, বুথ লেভেল অফিসারদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। ৮০ হাজার ৪৫৪ টি বুথে ওই অফিসারদের নির্দিষ্ট সময়ে হাজির থাকতে হবে। সিপিএমের প্রতিনিধিরা দাবি করেন, নির্দিষ্ট বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকায় নাম থাকলেই কাউকে ওই কেন্দ্রের প্রার্থী করতে হবে। বিজেপি প্রতিনিধির দাবি, ২০১৮ সালের ডিলিমিটেশনের পর যথাযথ ভোটার তালিকা করা হয়নি। কংগ্রেস দাবি করেছে, কমিশনকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। তাদের অভিযোগ, বিএলওদের নির্দিষ্ট সময়ে পাওয়া যায় না। আম আদমি পার্টি মনে করে, গ্রামীণ এলাকার মানুষের কাছে পৌঁছতে হবে নির্বাচন কমিশনকে।