পূর্ব বর্ধমান: পুলিশের (Police) কনস্টেবল পদে চাকরি করা মেয়ের কীর্তি শুনলে অবাক হতে হবে। তাঁর বাবার মৃত্যু হয়েছে গত মার্চ মাসে। তারপরেই সম্পত্তি নিজের নামে লিখিয়ে নেওয়ার জন্য মা, ভাইকে ক্রমাগত চাপ এবং হুমকি দেওয়ার অভিযোগ। সেই কাজ সফল না হওয়ায় জোর করে বুলডোজার দিয়ে বাড়ির অর্ধেক অংশ ভেঙে গুঁড়িয়ে দিল মেয়ে। নিরুপায় হয়ে একটি দোকান ঘরে কোনওক্রমে দিন কাটাচ্ছেন মা এবং ছেলে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) জামালপুরে।
মেয়ে তাপসী দত্ত এবং তাঁর স্বামীর নামে থানায় লিখিত অভিযোগ করেছেন মা। মা বেলা দত্ত জানিয়েছেন, স্বামীর মৃত্যুর পর থেকে পুলিশের কনস্টেবল পদে কর্মরত তাঁর মেয়ে এবং জামাই ক্রমাগত সম্পত্তি তাঁর নামে লিখে দেওয়ার জন্য চাপ দিচ্ছিল। তাতে রাজি না হওয়ায় বাড়ি ভেঙে দেয়। শুধু তাই নয় যে সমস্ত প্রতিবেশীরা এই ঘটনা বাধা দিতে আসে তাদের নামে বিভিন্ন রকম মিথ্যা কেস দেয়। ভয়ে প্রতিবেশীরাও তাঁদের পাশে এসে দাঁড়াচ্ছেন না।
আরও পড়ুন: বৈঠক নিয়ে কেউ জানায়নি, রাহুলকে অনুযোগ মমতার
একটি ছোট্ট দোকান ঘরের মধ্যে কোনওক্রমে দিন কাটাচ্ছেন তাঁরা। মেয়ের শাস্তির দাবিতে পুলিশের দ্বারস্থ মা, জামালপুর থানায় অভিযোগ দায়ের।
আরও খবর দেখুন