ডোমজুড়: ডোমজুড় খুনে পুকুরে জাল ফেলে উদ্ধার হল মৃত তরুণীর মোবাইল ফোন। বুধবার সকালে অনুশ্রী হাজরা খুনের ঘটনায় ধৃত চন্দনকে নিয়ে ঘটনাস্থলে যায় ডোমজুড় পুলিশ। এদিন সেখানে উপস্থিত ছিলেন ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমের কর্মীরা। পুকুরে জাল ফেলে চলছিল খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র এবং অনুশ্রীর মোবাইলের খোঁজ।
অবশেষে এদিন বিকেলে কাটলিয়ার পাস পুকুর থেকে মোবাইল ফোন উদ্ধার করেন তদন্তকারীরা। ডোমজুড়ে তরুণী খুনের ঘটনায় মৃতার স্বামী চন্দন মাজিকে নিয়ে এদিন সকাল থেকে চলছে তল্লাশি। মাকড়দহের পুকুরে জাল ফেলে আগ্নেয়াস্ত্র উদ্ধারের চেষ্টা চালায় পুলিশ। খুনের পর আগ্নেয়াস্ত্রটি পুকুরে ফেলা হয় বলে জানিয়েছিল ধৃত। উদ্ধার হয়েছে অনুশ্রীর সাইকেলটিও।
আরও পড়ুন: রামলীলা ময়দানে তৃণমূলের সমাবেশে ‘না’ দিল্লি পুলিশের
সলপ ব্রিজের নীচে একটি গ্যারেজে রেখে যাওয়া সাইকেল এদিন শনাক্ত করেন অনুশ্রীর বাবা। খুনে ব্যবহৃত আগ্নেয় অস্ত্রটি পুকুর থেকে তল্লাশির জন্য কলকাতা থেকে নতুন টিম আনা হয়।