দিনহাটা: বিজেপি প্রাথী হয়ে নির্বাচনে দাঁড়িয়ে ছিলেন বিউটিবালা দাস। কিন্তু ভোটে হেরে যাওয়ার জন্য এবারে ৫০ হাজার টাকার জরিমানা দিতে হবে। নইলে তাঁর মেয়েকে তুলে নিয়ে যাবে গুন্ডারা, এমনটাই অভিযোগ বিউটিবালা দাসের। নির্বাচনে হেরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিকের পায়ে লুটিয়ে পড়ে অঝোরে কাঁদলেন তিনি।
নির্বাচনে ফল ঘোষণা হওয়ার সময় দলীয় কর্মী সমর্থকদের সাথে এবং প্রার্থীদের সাথে দেখা করার জন্য দিনহাটায় আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক। আর সেখানেই তাঁকে দেখেকান্নায় ভেঙে পড়েন বিজেপি প্রার্থী। কেন্দ্রীয় মন্ত্রীকে তিনি জানিয়েছে, তাঁর মেয়ের বিয়ের জন্য একটু রক্তু করে টাকা জমাচ্ছিলেন। সেই জমানো টাকা খরচ করেই ভোট দাঁড়িয়ে ছিলেন। কিন্তু নির্বাচনে পরাজিত হওয়ার পরেই স্থানীয় তৃণমূল নেতাদের দ্বারা তাকে হুমকি দেওয়া হচ্ছে।
আরও পড়ুন:Panchayat Vote Results 2023 | বঙ্গে তৃণমূলের জয়ের ধারা অব্যাহত, বিজেপির উত্তরের মাটির কেল্লা ধূলিসাৎ
জরিমানা স্বরূপ ৫০ হাজার টাকা না দেওয়া হলে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হবে বলেই অভিযোগ বিজেপি প্রার্থীর। আর তার পরেই কেন্দ্রীয় মন্ত্রীর পায়ে লুটিয়ে পড়েন তিনি। বিউটি বলেন, যদি মন্ত্রী তার পাশে না দাঁড়ান তাহলে তার আত্মহত্যা করা ছাড়া আর কোন উপায় থাকবে না। যদিও দলীয় প্রার্থীর মুখে এমন আর্তনাদ শুনে তার পাশে থাকার বার্তা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক।