কলকাতা: সপ্তাহ শেষে রাজ্যে কমল দৈনিক আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্যমন্ত্রীর পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ৫৬১ জন। মৃতের সংখ্যা ৮।
আক্রান্ত নিরিখে তালিকার শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা। ২৪ ঘন্টায় এখানে করোনা আক্রান্ত হয়েছেন ৭৯ জন। দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা। একদিনে এখানে করোনা আক্রান্ত হয়েছেন ৭৪। দার্জিলিংয়ের করণ আক্রান্ত হয়েছে ৫৭ জন। রাজ্যে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন মোট ১৫.৪২ লক্ষ।
আরও পড়ুন- করোনার সংস্পর্শে এলেই মাল্টিসিস্টেম ইনফ্লামেটরি সিনড্রোমে আক্রান্ত শিশুরা
গত ২৪ ঘন্টায় রাজ্যে সুস্থ হয়েছেন ৬৮৬ জন। রাজ্যে সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৮.২০ শতাংশ। কমেছে অ্যাকটিভ রোগীর সংখ্যা। বর্তমানে রাজ্যে মোট অ্যাকটিভ রোগী ৯,৪৬১ জন।
আরও পড়ুন- আসন্ন করোনার তৃতীয় ঢেউ, জেলা হাসপাতালগুলিকে সতর্ক করল নবান্ন
রবিবার রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। রাজ্যে ২৪ ঘন্টায় মারা গিয়েছেন ৮ জন। যার মধ্যে নদিয়ায় মৃত্যু হয়েছে ৩ জন। কলকাতার ২ জন। এছাড়াও উত্তর ২৪ পরগনা, হুগলি এবং হাওড়াতে মৃত্যু হয়েছে ১ জন করে। এখনও পর্যন্ত রাজ্যে করোনা য় মোট মৃতের সংখ্যা ১৮ হাজার ৩৬৪ জন।