কলকাতা: নারদ মামলায় আগামী ৩০ সেপ্টেম্বর শুনানির দিন ধার্য করল ব্যাঙ্কশাল কোর্ট। আজ আদালতে হাজিরা দেন ফিরহাদ হাকিম, শোভন চট্টোপাধ্যায়, মদন মিত্র। অনুপস্থিত ছিলেন এসএমএইচ মির্জা। হাইকোর্টে যে মামলা বিচারাধীন সেখানে ইডি ২০৭ – এ অরিজিনাল ডকুমেন্ট এখনও পেশ করেনি তাই হাইকোর্টের দিকে তাকিয়ে ৩০ নভেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ব্যাংকশাল কোর্টে, এমনটাই জানান অভিযুক্তদের আইনজীবী অনিন্দ্য কিশোর রাউত। বুদ্ধদেব ভট্টাচার্যর অসুস্থতা নিয়ে মদন মিত্রকে প্রশ্ন করা হলে তিনি বলেন, বুদ্ধবাবুর মতো মানুষ হাসপাতালে অসুস্থ হয়ে চিকিৎসাধীন, ভাবাই যায় না। রাজ্যের উল্লেখযোগ্য প্রকৃত রাজনীতিকদের মধ্যে অন্যতম বুদ্ধদেব ভট্টাচার্য। তার দ্রুত আরোগ্য কামনা করেছেন মদন মিত্র।
আরও পড়ুন: চলন্ত ট্রেনে এলোপাথাড়ি গুলি, নিহত এএসআই সহ ৪
(এই খবরটি সবেমাত্র দেওয়া হয়েছে। বিস্তারিত খবরটি কিছু ক্ষণের মধ্যেই আসছে। অপেক্ষা করুন। পাতাটি কিছু ক্ষণ পর পর রিফ্রেশ করুন। আপডেটেড খবরটি আপনি দেখতে পাবেন। অতি দ্রুততার সঙ্গে এবং সঠিক খবর আমরা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। সেই জন্যই যে কোনও ‘খবর’ পাওয়ার পর, তার সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই আমরা তা প্রকাশ করি এবং বিস্তারিত ঘটনা জানাই। ফেক নিউজ বা ভুয়ো খবরের রমরমার সময়ে এটা আরও বেশি জরুরি হয়ে উঠেছে। কলকাতা টিভি সম্পূর্ণ নির্ভুল তথ্যতে বিশ্বাসী, সেই কারণে নির্ভুল এবং সঠিক খবর আপনাদের কাছে যথাযথ ভাবে পৌঁছে দিতে আমরা অঙ্গীকারবদ্ধ। এখন কলকাতা টিভি অনলাইনে আপনি খবর শুনতেও পাবেন। খবর শোনার জন্য আমাদের পডকাস্ট নিউজ-‘পডকা’-তে ক্লিক করুন।)