মালদহ: আনুষ্ঠানিক উদ্বোধনের দুদিনের মধ্যেই ভেঙে পড়ল জলের ট্যাঙ্ক, চরম ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে কালিয়াচক ১ নং ব্লকের নওদা যদুপুর গ্রাম পঞ্চায়েত (Nawada Jadupur Gram Panchayat) এলাকার দরিয়াপুর মোমিন পাড়ায়। অভিযোগের আঙুল উঠেছে আইএসএফ (ISF) পরিচালিত পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। জানা গেছে, গত কয়েকদিন আগে জনসাধারণের ব্যবহারের জন্য তিন লক্ষ সাতচল্লিশ হাজার টাকা ব্যয়ে একটি জলের ট্যাঙ্ক বানানো হয়। দু’দিন আগে আনুষ্ঠানিকভাবে ওই ট্যাঙ্কের উদ্বোধন করা হয়। কিন্তু গত রাতে ট্যাঙ্কের নিচের তলা সম্পূর্ণরূপে ভেঙে যায় (Nawada Water Tank Collapsed)। আর এই নিয়েই ওই এলাকার জনসাধারণের মধ্যে চরম পর্যায়ের ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, ট্যাঙ্ক তৈরিতে পর্যাপ্ত পরিমাণে সিমেন্ট ও বালির সংমিশ্রণ দেওয়া হয়নি। পাশাপাশি নিম্নমানের কাজ করা হয়েছে। যার কারণেই দু’দিন যেতে না যেতেই ভেঙে পড়েছে ট্যাঙ্কের নিচের একাংশ। স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যের স্বামী তথা যুব তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি মাসুদ আলম জানিয়েছেন, আইএসএফ পরিচালিত প্রধান ঠিকাদারের নিকট অতিরিক্ত পর্যায়ের কাটমানি নিয়েছে যার কারণেই নিম্নমানের কাজ হয়েছে। অন্য আরেক জন গ্রাম পঞ্চায়েত সদস্য কুরবান মোমিন জানিয়েছেন, আইএসএফের প্রধান ও ঠিকাদার মিলেমিশে দুর্নীতি করেছে। যেখানে ১৮এমএম-এর রড দেওয়ার দরকার ছিল সেখানে ১০এমএম-এররড দিয়েই কাজ করা হয়েছে। সমস্ত সরঞ্জামাদি কম দেওয়া হয়েছিল বলেই ট্যাঙ্কটির নীচের অংশ ভেঙে পড়েছে।
আরও পড়ুন: গোষ্ঠী দ্বন্দ্বে ফের উত্তপ্ত বীরভূমের নানুর
ট্যাঙ্ক ভেঙে পড়ার ব্যাপারে নওদা যদুপুর গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অমিত কিস্কু জানিয়েছেন, আমি সকালে জানতে পারলাম একটি নির্মীয়মান জলের ট্যাঙ্ক ভেঙে পড়েছে। তারপরই ঘটনাস্থলে আমরা গিয়ে ট্যাঙ্কের অবস্থাটি দেখে এসেছি। এই ট্যাঙ্কটির নির্মাণ নিয়ে তদন্ত করে দেখা হবে ঠিক কী কারনে ট্যাঙ্কটির একাংশ ভেঙে পড়ল। পাশাপাশি যদি ঠিকাদারের এক্ষেত্রে কোনও দোষ থাকে তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যেই আমরা সমস্ত বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।
আরও খবর দেখুন