কলকাতা: সময়ের আগেই কেরেলায় প্রবেশ করেছে বর্ষা। বাংলায় তা কবে আসবে, এই প্রশ্নই ঘুরছে সবার মাথায়। তারই সামান্য ইঙ্গিত মিলেছে হাওয়া অফিসের পূর্বাভাসে। এবার বঙ্গেও প্রবেশ করতে চলেছে বর্ষা। হাওয়া অফিস সুত্রে খবর, আর দু-তিন দিনের মধ্যেই বঙ্গে বর্ষা আসতে চলেছে বঙ্গে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমের কিছু অংশে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু অগ্রসর হওয়ায় পরিস্থিতি অনুকূল রয়েছে। মৌসুমী বায়ু কেরালায় প্রবেশ করায় বঙ্গে বর্ষা প্রবেশের পথ সুগম হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
কলকাতায় আজও বিকেলের পর বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। দক্ষিণবঙ্গের সব জেলাতেই আজ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। তবে আজ থেকে বৃষ্টির পরিমাণ কমবে দক্ষিণবঙ্গে। তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না আগামী কয়েকদিন।
উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিনও। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি- এই পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত হতে পারে।