মেদিনীপুর: স্বামী মানসিকভাবে সুস্থ নন, দাবি মুখ্যমন্ত্রীর বাড়িতে আটক হওয়া যুবকের স্ত্রী পুনম বিবির। শুক্রবারই মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে সশস্ত্র অবস্থায় আটক হয় নূর আমিন নামে এক ব্যক্তি। ইতিমধ্যে তাকে আটক করে কালীঘাট থানার পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। এই খবর বাড়িতে পৌঁছতেই নূরের স্ত্রীর দাবি, স্বামী মানসিকভাবে অসুস্থ। এর বেশি কিছু জানিনা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবক নূর আলম শ্বশুরবাড়িতে প্রায় সাত থেকে আট বছর ধরে থাকতেন। সপ্তাহে শনিবার আসতেন এবং সোমবার হলে আবার কলকাতায় চলে যেতেন। এইভাবে মেদিনীপুর থেকে যাতায়াত করতেন তিনি।
আরও পড়ুন: 21 July | Mamata Banerjee | ইন্ডিয়া জোটই বিজেপিকে হারাবে, প্রত্যয়ী মমতা
প্রসঙ্গত, এদিন ২১ জুলাই কর্মসূচি ছিল কলকাতায়। আর তা নিয়ে ব্যস্ত ছিল তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল থেকেই লক্ষ লক্ষ মানুষের ঢল নামে এই ২১ জুলাই কর্মসূচি উপলক্ষে জমায়েত হওয়ার। কিন্তু এরই মাঝে এদিন সকালে এক যুবক মুখ্যমন্ত্রীর বাড়িতে আচমকাই হাজির হয়। মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে পুলিশ লেখা স্টিকার লাগানো কালো গাড়িতে তিনি অপেক্ষা করছিল। পুলিশের সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। ওই ব্যক্তি ভুয়ো পুলিশের পরিচয়পত্র দেখায়। সন্দেহ হলে তাকে গ্রেফতার করে পুলিশ। সূত্রের খবর, ওই ব্যক্তির বাড়ি মেদিনীপুরে। এর আগেও মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে থেকে একজন সন্দেহভাজন ব্যক্তিকে আটকে করে পুলিশ। এদিন ফের ২১ জুলাইয়ের আগে এমন ঘটনায় মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন।
পরে এ ব্যাপারে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল বলেন, এমন একটা দিনে এই ঘটনাটিকে আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। ওই ব্যক্তির সঙ্গে আগ্নেয়াস্ত্র ছিল। তার কাছ থেকে একাধিক এজেন্সির আইকার্ড পাওয়া গিয়েছে। তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছিলেন বলে জানা গিয়েছে। পাশাপাশি বিএসএফের একটি পরিচয়পত্র পাওয়া গিয়েছে।পুলিশ সূত্রে খবর, পুলিশ লেখা ওই গাড়িটি শেখ নূর আমিন নামে এক ব্যক্তির নামে রেজিস্ট্রার করা।