নওদা: শ্বশুরবাড়িতে গিয়ে নিজের স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের নওদা থানার রথতলা পাড়া এলাকায়। ঘটনার পর থেকেই পলাতক স্বামী সাবির মণ্ডল। পুলিশ জানিয়েছে, আফরোজা ওরফে কোয়েল খাতুন নামে ওই গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বহরমপুর মর্গে পাঠানো হয়েছে। ঠিক কী কারণে আফরোজাকে খুন করা হল, তা জানার চেষ্টা করছে পুলিশ।
মৃত ওই গৃহবধূর পরিবারের সদস্যরা জানান, নওদা থানার পাটিকা বাড়ি এলাকার বাসিন্দা সাবির মণ্ডল দ্বিতীয় বিবাহ করেন রথতলা পাড়ার আফরোজা খাতুনকে। গত তিন বছর ধরে বাবার বাড়িতেই রয়েছেন আফরোজা। মাঝে মাঝে সাবির শশুরবাড়ি যেতেন। সাবির নিজের প্রথম স্ত্রীকে নিজের বাড়িতেই রেখেছেন। অভিযোগ, সোমবার রাতে শ্বশুরবাড়ি গিয়ে আফরোজার কাছেই ছিলেন সাবির। এরপর কাউকে কিছু না বলেই শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে যান তিনি। এরপর ঘণ্টা খানেক পরেও ঘর থেকে আফরোজা না বেরনোর কারণে বাড়ির লোকজন ডাকাডাকি শুরু করে। দরজা ভেঙে ঘরে ঢুকে দেখা যায় আফরোজার ঝুলন্ত দেহ। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন: Jharkhand | ATS | গ্যাংস্টারকে ধরতে গিয়ে গুলিবিদ্ধ ডিএসপি সহ দুই আধিকারিক
মঙ্গলবার সকালে ওই মৃতদেহ উদ্ধার করে বহরমপুর মর্গে পাঠায় নওদা থানার পুলিশ। পরিবারের অভিযোগ, সাবির শ্বাসরোধ করে খুন করে ঝুলিয়ে দিয়েছে আফরোজাকে। বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় কারও সঙ্গে দেখা করেনি সাবির। তাছাড়া ঘটনার পর থেকেই সাবিরের মোবাইল ফোন বন্ধ। এমনকী খুঁজেও পাওয়া যাচ্ছে না। আফরোজার পরিবার সাবিরেরে শাস্তি চেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে নওদা থানার পুলিশ।