পশ্চিম মেদিনীপুর: তৃণমূল (TMC) নেতার হাতে আক্রান্ত গৃহবধূ ও তাঁর স্বামী ও দুই কন্যা। অভিযোগ অস্বীকার জেলা তৃণমূল সভাপতির। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur) জেলার দাসপুর থানার (Daspur PS) খাঞ্জাপুর গ্রাম পঞ্চায়েতের শ্রীরাম নগর কামালপুর এলাকায়।
জানা গিয়েছে, জয়ন্ত মন্ডল নামে এক ব্যাক্তি রাস্তার পাশে থাকা নিজস্ব জায়গায় দোকান ঘর করছিলেন। ওই দোকানের দেওয়াল লাগোয়া একটি ঢালাই চলছিল। সেই সময় জয়ন্ত মন্ডল নামে ওই ব্যাক্তির তৈরি করা ঢালায় ভেঙে দেয় এবং জয়ন্ত মন্ডল কে মারধর করে, জয়ন্তকে ছাড়াতে গেলে তাঁদের হাতে আক্রান্ত হয় জয়ন্তর স্ত্রী ও তার দুই কন্যা এমনটাই ওভিয়োগ। তাদের অভিযোগ শেখ মুক্তার এবং আক্তার আলি তাঁদের মারধর করেছে। জানা গিয়েছে শেখ মুক্তার এবং আক্তার আলী এলাকার দাপুটে তৃণমূল নেতা হিসেবে পরিচিত । তবে জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আশিস হুদাই বলেন, রাস্তার জায়গায় ঢালাই করেছিল যাতে সাধারণ মানুষের অসুবিধা হত। আর তার জন্যই সাধারণ মানুষ প্রতিবাদ জানিয়েছে। এখানে রাজনৈতিক কোনও বিষয় নেই। তবে ঘটনা যাই হোক এই ঘটনার লিখিত অভিযোগ জানিয়েছে দাসপুর থানায় জয়ন্ত ও তার স্ত্রী।
আরও পড়ুন: সপ্তাহে পাঁচ দিন আইনজীবীর সঙ্গে সাক্ষাৎ চেয়ে আদালতে অরবিন্দ কেজরিওয়াল
আরও খবর দেখুন