ডোমজুড়: পঞ্চায়েত নির্বাচনের আগে রাতের অন্ধকারে নির্দল প্রার্থীর বাড়িতে হামলা। বাড়ির মহিলাদের বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে ডোমজুড়ের বানিয়াড়াতে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ডোমজুড় থানার পুলিশ।
প্রার্থী পছন্দ না হওয়ার কারণে তৃণমূল কংগ্রেস কর্মী পিয়া শেখ বেগড়ি গ্রাম পঞ্চায়েতের ২৯৬ নম্বর অংশের নির্দল প্রার্থী হিসেবে পঞ্চায়েত ভোটে লড়ছেন। গতকাল গভীর রাতে ১০০ জনের বেশি তৃণমূল কর্মী পিয়ার বাপের বাড়িতে রাতের অন্ধকারে হামলা চালায় বলে অভিযোগ। বাড়ির দরজায় এবং দোকানের গেটে বড় বড় ইট মারা হয় বলে দাবি পিয়ার পরিবারের। এমনকী বাড়ির মহিলারা বেরিয়ে এলে তাঁদের বেধড়ক মারধর করে0 তৃণমূল কর্মীরা। মারের আঘাতে মাথা ফেটে যায় এক মহিলার। তাঁকে আহত অবস্থায় ডোমজুড় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে আসে ডোমজুড় থানার পুলিশ। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন: Panchayat Election 2023 | দেগঙ্গায় নিহত ছাত্রের পরিবারেরকে ফোন রাজ্যপালের
নির্দল প্রার্থীর পরিবারের অভিযোগ, তাঁরা আগে তৃণমূল করতেন। কিন্তু এবারে প্রার্থী পছন্দ না হওয়ার কারণে তাঁরা নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাতেই তৃণমূল কর্মীরা তাঁদের বাড়িতে হামলা চালায় বলে দাবি। তবে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব জানিয়েছে, গতকাল রাতে হেলমেট পড়া বহিরাগত কিছু ছেলে প্রার্থীর বাবার বাড়িতে জড়ো হয়। তারা বাইকে বেরিয়ে যাওয়ার সময় গালিগালাজ করে। তারা নির্বাচনে দিনে গণ্ডগোল পাকানোর চেষ্টা করছে। তাই তৃণমূল কর্মীরা তাদের বাড়িতে ঘেরাও করে।
উল্লেখ্য,পঞ্চায়েত ভোটের প্রাক্কাল থেকেই রাজ্যজুড়ে অশান্তি ছড়িয়েছে। গত কয়েকদিনে রাজ্যে ১৫ জনের মৃত্যু হয়েছে। প্রথম থেকেই হিংসার ঘটনায় সরব হন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। তিনি একাধিকবার জানিয়েছেন, কোনও ভাবে রাজ্যে হিংসা বরদাস্ত নয়। তিনি বলেন, রক্তের হোলি খেলা বন্ধ হওয়া দরকার। মানুষের রক্ত দিয়ে রাজনৈতিক হোলি খেলা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এলাকায় গিয়ে আমি পরিস্থিতি দেখেছি। কারা অশান্তির পিছনে, এর তথ্য আমার কাছে রয়েছে। হিংসার যে আগুন রাজ্যের জেলায় জেলায় ছড়িয়েছে, সেই দুঃখজনক অধ্যায় শেষ হওয়া উচিত। কে হিংসা ছড়াচ্ছে, তা আমার কাছে বড় কথা নয়। হিংসায় সাধারণ মানুষের ক্ষতি হচ্ছে, এটাই বড় কথা।