বহরমপুর: দোষী সাব্যস্তের পরেও নিজেকে নির্দোষ বলে দাবি করলেন কলেজ ছাত্রী সুতপা চৌধুরী খুনের মামলার আসামী সুশান্ত চৌধুরী। বুধবার বহরমপুর আদালতের বিচারক সন্তোষ কুমার পাঠকের এজলাসে সুশান্তকে হাজির করা হয়। দুপক্ষের সওয়াল-জবাবের মধ্যে বিচারক সুশান্তকে জিজ্ঞাসা করেন, কি সাজা চাও? সেই প্রশ্নের উত্তরে নিজেকে নির্দোষ বলে জানান সুশান্ত।
বহরমপুরে কলেজ ছাত্রী সুতপা চৌধুরীকে হস্টেলের সামনে নৃশংসভাবে খুনের ঘটনায় মঙ্গলবার বহরমপুর জেলা জজ আদালতের বিচারক দোষী সাব্যস্ত করেন সুশান্তকে। যদিও এদিন সুশান্তর সাজা ঘোষনা হয়নি। এদিন দুপক্ষের শুনানি হয়। বিচারক জানিয়েছেন, বৃহস্পতিবার সাজা ঘোষণা করা হবে। এদিকে সরকারি আইনজীবি বিভাস চট্টোপাধ্যায় জানান, সুতপা খুনের মামলায় সুশান্তর সর্বোচ্চ সাজা চেয়েছেন তিনি। কেননা বিভিন্ন সাক্ষী সহ ভিডিও ফুটেজে প্রমাণিত হয়েছে সুশান্তই দোষী। সুশান্ত পরিকল্পিতভাবেই খুন করেছিল সুতপাকে।
আরও পড়ুন: পঞ্চায়েতে সিপিএম প্রার্থী হওয়ার অপরাধে পরিবারকে সামাজিক বয়কট
বৃহস্পতিবার সুশান্তর সাজা ঘোষণা করবেন বিচারক। সুশান্ত যে দোষী প্রমাণিত হয়েছেন সে কথা স্বীকার করে তাঁর আইনজীবী পীযূষ ঘোষ বলেন, খুন হয়েছে বলেই সুশান্ত দেড় বছর ধরে জেল খেটেছে। তাঁর সাজা যাবজ্জীবন কারাদণ্ড অথবা প্রাণদণ্ড হতে পারে।