শান্তিনিকেতন: ফের বিশ্বভারতীর (Visva Bharati) প্রাক্তন উপাচার্য (Vice Chancellor) বিদ্যুৎ চক্রবর্তীর (Bidyut Chakraborty) বাড়িতে পুলিশ (Police)। বুধবার তিন সদস্যের পুলিশের টিম প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর পূর্বিতা বাড়িতে জিজ্ঞাসাবাদের জন্য ঢোকে। উপস্থিত রয়েছেন শান্তিনিকেতন থানার (Santiniketan PS) ওসি কস্তুরী মুখোপাধ্যায়। আজ দুটি মামলায় জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। সেই দুটি মামলা হল, শান্তিনিকেতন ট্রাস্ট এর জায়গায় ফলক বসানো, মুখ্যমন্ত্রীকে কুরুচিকর ভাষায় আক্রমণ।
সোমবার সকালে বিশ্বভারতীর উপাচার্যের বাসভবন পুর্বিতাতে শান্তিনিকেতন থানার পুলিশের একটি বিশেষ দল জিজ্ঞাসাবাদ করে বিদ্যুৎকে। ২০১৮ সাল থেকে ২০২৩ বিশ্বভারতীর উপাচার্যের ৫ বছর মেয়াদকালে একাধিক বিতর্কে জড়িয়েছেন অধ্যাপক বিদ্যুৎ চক্রবর্তী। তিনি বিশ্বভারতীর উপাচার্য পদে থাকাকালীন অমর্ত্য সেনকে জমি দখলকারী, স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরকে বহিরাগত তকমা দেওয়া হয়েছে। একাধিক বিতর্কের কেন্দ্রবিন্দু তিনি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও তির্যক ভাষায় আক্রমণ করেছেন তিনি। শেষমেষ ফলক বিতর্ক। ফলক বিতর্ক থেকে শুরু করে মুখ্যমন্ত্রীকে কুরুচিকর ভাষায় আক্রমণ। বাঙালি কাঁকড়ার জাত, দুর্গাপুজো নিয়ে অপ্রীতিকর মন্তব্য। একাধিক অভিযোগে শান্তিনিকেতন থানায় বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য অধ্যাপক বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
আরও পড়ুন: ২০ ঘরে কলকাতার তাপমাত্রা, সপ্তাহান্তে শীতের আমেজ