কলকাতা: পঞ্চায়েত ভোটে যে হিংসার অভিযোগ উঠেছিল, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই রাজ্যে এসেছে বিজেপির তথ্যানুসন্ধানী দল। চার সদস্যের ওই কমিটিতে ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদ, সাংসদ তথা মুম্বই পুলিশের প্রাক্তন কমিশনার সত্যপাল সিং, সাংসদ রাজদীপ রায়, বিজেপির জাতীয় সহ-সভাপতি তথা সাংসদ রেখা বর্মা। তারা ফিরে যাওয়া পর সোমবার আরও একটি তথ্যানুসন্ধানী দল এসেছে বাংলায়। সেই কমিটিতে রয়েছেন বিজেপির লোকসভা এবং রাজ্যসভার মোট পাঁচ জন মহিলা সাংসদ। ওই দলের মাথায় রয়েছেন সরোজ পাণ্ডে।
রাজ্যসভার সাংসদ সরোজ এর আগে বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ছাড়া ওই দলে থাকছেন বিজেপির লোকসভা সাংসদ রমা দেবী, অপরাজিতা সারেঙ্গি এবং সন্ধ্যা রায় এবং রাজ্যসভার সাংসদ কবিতা পাটিদার। বিজেপি সূত্রে খবর, দলের সর্বভারতীয় সভাপতি নড্ডার নির্দেশেই ওই দল এসেছে বাংলায়।
আরও পড়ুন: Panchayat Election | নির্দলের সমর্থনে ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েত দখল তৃণমূলের
বিজেপির অভিযোগ, রাজ্যের পঞ্চায়েত ভোট পর্বে মহিলাদের উপরেও অত্যাচার হয়েছে। এ ব্যাপারে পাওয়া বেশ কিছু অভিযোগ খতিয়ে দেখতে বাংলায় আরও একটি তথ্যানুসন্ধানী দল বিজেপির। ওই দলে থাকবেন শুধুমাত্র বিজেপির মহিলা সাংসদেরাই। পঞ্চায়েত পর্বে হওয়া নানারকম হিংসার ঘটনা এবং তার জেরে হওয়া সমস্যার কথা জানতে চাইবেন তাঁরা। তারপর তাঁরা রিপোর্ট দেবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডাকে।