দার্জিলিং: মঙ্গলবার দুপুরে ভূমিকম্প হল দার্জিলিংয়ে। রিখটার স্কেলে এই কম্পনের তীব্রতা ছিল ৩.৫। জানা গিয়েছে, এদিনের এই মৃদু ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল সিকিমের তাদং থেকে প্রায় ১৪ কিলোমিটার দূরে। পাহাড়ি এলাকা হওয়ার কারণে কম্পন দার্জিলিং, কার্শিয়াং, সোনাদা, মংপোসহ আশেপাশের এলাকাগুলিতেও অনুভূত হয়। পাশাপাশি, সিকিমের রাজধানী গ্যাংটক এবং আশপাশের বিস্তীর্ণ এলাকায় এই কম্পন অনুভূত হয়েছে বলে খবর। ভূমিকম্পের গভীরতা ছিল মাত্র ৫ কিলোমিটার। ক্ষয়ক্ষতির কোনও খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি।
আরও পড়ুন: ট্যাব দুর্নীতির নেপথ্যে জামতারা গ্যাং! কী বললেন ব্রাত্য বসু?
যদিও উত্তরবঙ্গের বাসিন্দাদের জন্য ভূমিকম্পের বিষয়টি নতুন কিছু নয়। আগস্ট মাসেও এই অঞ্চলে একবার ভূমিকম্প হয়, যার তীব্রতা ছিল ৪.৫। সেবার ভূমিকম্পের গভীরতা ছিল ১০ কিলোমিটার। সিকিমের তাদং থেকে প্রায় ২৯ কিলোমিটার দূরে অবস্থিত ছিল ওই কম্পনের কেন্দ্রস্থল। সেবার উত্তরবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি ও ডুয়ার্স অঞ্চলে কম্পন অনুভূত হয়েছিল। গ্যাংটক আবহাওয়া দফতরের আধিকারিকদের মতে, সাম্প্রতিককালে এই এলাকায় প্রায়ই ভূমিকম্প হচ্ছে। তাই, সিসমিক জোনিং মানচিত্রে সিকিমকে ‘জোন-৪’ বা ভূমিকম্পের জন্য উচ্চ ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে চিহ্নিত করা হয়েছে।
দেখুন আরও খবর:
The post দার্জিলিংয়ে ভূমিকম্প! রিখটার স্কেলে তীব্রতা কত? first appeared on KolkataTV.
The post দার্জিলিংয়ে ভূমিকম্প! রিখটার স্কেলে তীব্রতা কত? appeared first on KolkataTV.