অতিমারি পরিস্থিতিতে ফের বাড়ানো হল গাড়ির ফি জমা দেওয়ার সময়সীমা। সময়সীমা বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে। বৃহস্পতিবার এমনটাই জানানো হয় রাজ্য পরিবহন দফতরের তরফে। সব ধরনের বাণিজ্যিক গাড়িতে লাইসেন্স ফি, ফিটনেস সার্টিফিকেট ফি, পারমিট ফাইন, লার্নার লাইসেন্সের পাপাশাশি রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ফিটনেস সার্টিফিকেট, পারমিটের মেয়াদ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।
আরও পড়ুন তৃণমূলে যোগ দিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি
বৃহস্পতিবার তা আরও ছয় মাস বাড়ানো হল।এক্ষেত্রে এই সময়ের মধ্যে বাণিজ্যিক গাড়ি গুলির যে জরিমানা বা লেট ফাইন জমা হবে তাও মুকুব করা হবে বলে জানানো হয়েছে। বিশেষত ২০২০ সালের ১ ফেব্রুয়ারি বা তার পরে যে সব গাড়ির নথির মেয়াদ শেষ হয়েছে, কেবলমাত্র সেই সব ক্ষেত্রে এই নির্দেশিকা প্রযোজ্য।
আরও পড়ুন টানা বৃষ্টিতে জলে ডুবে কলকাতা, রেড অ্যালার্ট দিল আবহাওয়া দফতর
মূলত কোভিড পরিস্থিতিতে রাজ্যে কাজ হারিয়েছেন অনেকেই। ফলে এই পরিস্থিতিতে পরিবহণের যে বেহাল পরিস্থিতি তাতে গাড়ির টাকা শোধ করতে গিয়েই হিমশিম খাচ্ছেন রাজ্যবাসি। তাঁদের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। প্রসঙ্গত, অতিমারি পরিস্থিতির কারণে ৩০ জুন পর্যন্ত বাড়ানোর কথা জানিয়েছিল রাজ্য পরিবহণ দফতর। সেই মতোই সমস্ত কর বা লেট ফাইন বা জরিমানা মুকুব করে রাজ্য সরকার। এবার সেই সময়সীমা পেরতেই ফের বাড়ানো হল গাড়ির ফি জমা দেওয়ার সময়সীমা।
আরও পড়ুন রাজ্যে নিম্নমুখী করোনার গ্রাফ, সংক্রমণের নিরিখে শীর্ষে উত্তর ২৪ পরগনা