কাটোয়া: পঞ্চায়েতে নির্বাচনের ফল প্রকাশের পর ২৪ ঘণ্টাও কাটলো না, তার আগেই দলবদলের জন্য লাইন পড়ে গেল জেলায় জেলায়। বিজেপির টিকিটে জিতে তৃণমূলে যোগ দেওয়ার হিরিক পড়েছে কোথাও। আবার কোথাও লাল আবিরের জায়গায় সবুজ আবির মাখছেন সিপিএমের জয়ী প্রার্থীরা। এই বলবদলের ছবি দেখা গেল কাটোয়ার শ্রীখণ্ড পঞ্চায়েতেও। ফলাফল বের হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে তিন জয়ী সিপিএম প্রার্থী যোগ দিলেন তৃণমূলে কংগ্রেসে৷ দলবদলের কারণ জানতে চাওয়া হলে ওই তিন জয়ী প্রার্থী বলেন, উন্নয়নের স্বার্থে তৃণমূলে যোগ দিলেন তাঁরা। জেলা তৃণমূল সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ও একই দাবি করেন। অন্যদিকে, সিপিএমের নেতা অচিন্ত্য মল্লিক জানান, সার্টিফিকেট তবেই পাওয়া যাবে, যদি তৃণমূলে যোগ দেয় সেই কারণে এই যোগ। জানা যাচ্ছে, দলবদলের ঘটনায় আদালতের দ্বারস্থ হতে চলেছে সিপিএম।
গতকাল পূর্বস্থলীর সিপিএম প্রার্থী গণনা কেন্দ্রের ভিতরেই দলবদল করেন। তার কয়েক ঘন্টা যেতে না যেতেই ফের ধাক্কা খেল লালেরা। এবার কাটোয়ার এক নম্বর ব্লকের শ্রীখন্ড গ্রাম পঞ্চায়েতেও দেখা গেল একই ছবি। শ্রীখন্ড গ্রাম পঞ্চায়েতে ২০টি আসন রয়েছে। তার মধ্যে ১১টি তেই জয়ী হয় তৃণমূল কংগ্রেস। ৫টি আসন জেতে বিজেপি। সিপিএম ৩টি। আর একটি আসন পায় নির্দল প্রার্থী। এরপরই বুধবার পূর্ব-বর্ধমানের তৃণমূলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের হাত থেকে তৃণমূলের দলীয় পতাকা নিলেন তিন সিপি এম প্রার্থী। বাদ পড়েননি জয়ী নির্দল প্রার্থীও। তিনিও এদিন ঘাসফুল শিবিরে যোগ দিলেন।
আরও পড়ুন: Panchayat Result 2023 | Bankura| বিজেপি প্রতীকে জিতে তৃণমূলে ঝাঁপ প্রার্থীর
তনুশ্রী মণ্ডল, তিনি বাননাগরা গ্রামের ১৯ নম্বর সংসদ থেকে নির্দল হয়ে দাঁড়িয়েছিলেন। অন্যদিকে, গাঙ্গুলিডাঙার সিপিএম জয়ী প্রার্থী ইউসূফ শেখ ৫ নম্বর, মনোতারা বিবি ৪ নম্বর এবং কদরবানু বিবি ৩ নম্বর সংসদ থেকে সিপিএমের প্রার্থী হয়েছিলেন৷ তাঁরা চারজনই তৃণমূলে যোগ দিয়েছেন। এদিন নির্দল প্রার্থী তনুশ্রী মণ্ডল, সিপিএম প্রার্থী কদরবানু বিবির স্বামী বাবুলাল শেখ, সিপিএম প্রার্থী মনোতারা বিবি সাজাহান শেখ তৃণমূলের পতাকা তুলে নেন পূর্ব বর্ধমান জেলার সভাপতি তৃণমূলের রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের হাত থেকে। পতাকা নিয়ে প্রার্থীর স্বামী বাবুলাল শেখ জানান, তৃণমূলের হয়ে যে প্রার্থীরা তার বিপক্ষে দাঁড়িয়েছিল তারা কেউ ভালো লোক নয়। আগে থেকেই জানতাম তারা জিততে পারবে না। সেই কারণে আমি সিপিএমের হয়ে দাঁড়িয়েছিলাম এবং আমি জিতেছি। আমি আগে তৃণমূল করতাম এখন আবার তৃণমূলের যোগ দিলাম।
নির্দল প্রার্থী তনুশ্রী মন্ডল জানালেন, উন্নয়নের জন্যেই তৃণমূল যোগ দিয়েছেন। জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় জানান, তৃণমূলের উন্নয়নের কারণেই এই যোগদান। কোনও ভয়-ভীতি নয়, স্বেচ্ছায় যোগদান করেছেন জয়ী প্রার্থীরা। পূর্ব বর্ধমান জেলা সিপিএমের জোনাল কমিটির সদস্য অচিন্ত্য মল্লিকের দাবি, গণনা কেন্দ্রের ভিতরে সার্টিফিকেট দেবে না বলে জানান। যদি তৃণমূলে যোগদান করে জয়ী প্রার্থীরা তাহলেই সার্টিফিকেট দেওয়া হবে, সেই কারণেই যোগ তবে আমরা বিষয়টি খতিয়ে দেখছি। কোর্টের দ্বারস্থ হব। পূর্ব-বর্ধমানের এই নিয়ে দলবদলের সংখ্যা দাঁড়াল পাঁচ। স্বাভাবিকভাবেই এই দল বদলেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।