কলকাতা: ৬০ শয্যার হাসপাতাল তাদের চলছে। গরিব মানুষের সাহায্যার্থে বেলুড় শ্রমজীবী স্বাস্থ্য প্রকল্প সমিতি সরকারি জমিতে ৩০০ শয্যার সুপার স্পেশালিটি হাসপাতাল গড়তে চায়। সোমবার তাদের এই আবেদন বিবেচনা করার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।
বেলুড়ে পরিত্যক্ত কারখানার জমিতে ৫ শয্যার হাসপাতাল দিয়ে তাদের যাত্রা শুরু হয়েছিল। শ্রীরামপুরে তাদের এমনই ১০০ শয্যার হাসপাতাল চলছে। কারখানা চত্বরের পড়ে থাকা বাকি জমিতে হাসপাতাল সম্প্রসারণের চেষ্টা জেলা প্রশাসন অনুমোদন করেছে। কিন্তু ২০২০ সাল থেকে রাজ্য প্রশাসনের উচ্চস্তর থেকে অনুমোদন মিলছে না বলে অভিযোগ।
আরও পড়ুন: রাজনৈতিক নেতারা একা নন, পুলিশ-সাংবাদিকও টাকা তোলেন, বিস্ফোরক দাবি মমতার
এদিন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ নির্দেশ দিতে গিয়ে বলেছে, সরকারি জমি জনসাধারণের স্বার্থেই ব্যবহৃত হওয়া উচিত। পড়ে থাকা জমি জবরদখল হয়ে যাওয়ার প্রভূত সম্ভাবনা। তাই ২০ জুলাই ওই হাসপাতাল কর্তৃপক্ষ যে স্মারকলিপি দিয়েছে তা রাজ্য সরকার বিবেচনা করুক।