কলকাতা: ৪৮ ঘণ্টার মধ্যে কালিয়াচকের ও সিকে সরিয়ে নতুন ওসি নিয়োগ করার সিদ্ধান্ত নিতে হবে মালদহের পুলিশ সুপারকে। নির্দেশ কলকাতা হাইকোর্টের। কংগ্রেস নেতা আবু হাসেন খান চৌধুরীর অভিযোগ, ওই ওসি কংগ্রেস কর্মীদের ওপর চাপ সৃষ্টি করছে। তাদেরকে লিফলেট ছাপিয়ে বাধ্য করা হচ্ছে তারা যেন প্রচার করে তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য। ওসির বিরুদ্ধে থানায় অভিযোগকরেও কোনও লাভ হয়নি। তাই আদালতের দ্বারস্থ হয়েছিলেন তাঁরা। ওই মামলারই রায় দিল আজ।
এই নিয়ে আদালতে বিচারপতির মন্তব্য, এর আগেও ওই ওসির বিরুদ্ধে অভিযোগ এসেছে। মালদহের পুলিশ সুপারকে শান্তিপূর্ন নির্বাচনের জন্য ওই জায়গায় উপযুক্ত কোনও অফিসারকে বসানো যায় কি না বিষয়টি বিবেচনা করতে হবে।
আরও পড়ুন: Panchayat Election 2023 | EC| স্পর্শকাতর এলাকার রিপোর্ট হাইকোর্টে জমা দিল কমিশন
ওই ওসির বিরুদ্ধে অভিযোগ এনে মালদহে সুজাপুর বিধানসভার কালিয়াচক গ্রাম পঞ্চায়েতের প্রায় সাড়ে ৩০০ বেশি কংগ্রেস কর্মী কলকাতা বিচারপতি রাজাশেখর মান্থার দৃষ্টি আকর্ষণ করে। আবেদনকারীদের দাবি তাদের বিরুদ্ধে পুরনো ফৌজদারি মামলা ও নতুন ফৌজদারি মামলায় পুলিশ বিভিন্নভাবে হেনস্থা করছে। আবেদনকারীদের আরও দাবি, পঞ্চায়েত নির্বাচনে তারা অংশগ্রহণ না করতে পেরে নিজেদের গ্রেফতারির আশঙ্কা করছে।