কলকাতা: প্রাথমিকের টেট-র দিন ট্রাফিক ব্যবস্থা নিয়ে সতর্ক থাকার নির্দেশ মুখ্যসচিবের। আগামী ২৪ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসার এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনও চিঠি আসেনি নবান্নে। তবে তা সত্ত্বেও বুধবার জেলাগুলিকে বিশেষ নির্দেশ দেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদি। বাড়ির কাছাকাছি যাতে পরীক্ষা কেন্দ্রগুলি থাকে সেই বিষয়ে স্কুল শিক্ষা দফতরের সচিবকে দেখার নির্দেশও দেন তিনি। এই বিষয়গুলি নিয়ে পর্যালোচনা করা হয়েছে বলেও বৈঠকে উপস্থিত থেকে জানান পর্ষদ সভাপতি।
ওইদিন পরীক্ষার্থীদের যাতে কোনও অসুবিধা না হয়, তার জন্য কলকাতা পুলিশ সহ বিভিন্ন জেলার পুলিশদের ট্রাফিক ব্যবস্থা নিয়ে সতর্ক থাকা নির্দেশ দেন মুখ্যসচিব। এদিন প্রায় ৪০ মিনিট বিভিন্ন জেলার জেলাশাসক, পুলিশ সুপারদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন প্রাথমিকের টেট প্রস্তুতি নিয়ে। পরীক্ষা কেন্দ্র করে যাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য সব রকম পদক্ষেপ নিতে হবে। সব পরীক্ষার্থী যাতে পরীক্ষা কেন্দ্র পর্যন্ত পৌঁছায়, তার জন্য সব রকমের ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে বৈঠকে। ইন্টারনেট বন্ধ করা হবে নাকি, তা নিয়ে শীঘ্রই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।
আরও পড়ুন: প্রেমের টানে করাচি থেকে কলকাতা, জানুয়ারিতে চার হাত এক