কলকাতা: আগামিকাল কার্শিয়াংয়ে ভাইপোর বিয়ের অনুষ্ঠানে তিনি হাজির থাকবেন না বলে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। উত্তরবঙ্গ (North Bengal) যাওয়ার পথে বুধবার কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport) মমতা বলেন, আমাদের পরিবারের একটি ছেলের সঙ্গে পাহাড়ি মেয়ের বিয়ে হচ্ছে। দুজনেই ডাক্তার। তবে আমি কোনও পারিবারিক অনুষ্ঠানে থাকি না। আমি কালকেও থাকব না। বিয়ের পর ওরা আমার কাছে আশীর্বাদ নিতে আসবে।
ছয়দিনের সফরে এদিন মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে গেলেন। বিমানবন্দরে তিনি বলেন, ১২ তারিখে ফিরে আসব। আমি সমতলের সঙ্গে পাহাড়কেও ভালোবাসি। দলিতদের ভালোবাসি। তফসিলিদের ভালোবাসি। উত্তরবঙ্গে গেলেও মনটা আমার এখানেই পড়ে থাকবে।
এই ছয়দিনের কর্মসূচিও জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, পরশুদিন কার্শিয়াংয়ে একটি সরকারি কর্মসূচি রয়েছে। কার্শিয়াং, দার্জিলিং, মিরিক, কালিম্পংকে প্রচুর দেওয়া হয়েছে। ৯ ডিসেম্বর তিনি বাগডোগরা ফিরে এসে হাসিমারা হয়ে আলিপুরদুয়ারে যাবেন। সেখানে পরের দিন সভা রয়েছে। ১১ তারিখে মুখ্যমন্ত্রী যাবেন বানারহাটে। সেখান থেকে ফিরে আসবেন উত্তরকন্যায়। ১২ ডিসেম্বর শিলিগুড়িতে কর্মসূচি আছে। সেদিনই কলকাতায় ফিরে আসবেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, চারটে জেলা কভার করতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন।
আরও পড়ুন: তরুণ প্রজন্মের হার্টথ্রব মিজোরামের সর্বকনিষ্ঠ মহিলা বিধায়ক বারিল ভান্নাইসাঙ্গি
আরও খবর দেখুন