কলকাতা: সোমবার উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনদিনের এই সফড়ে থাকছে একগুচ্ছ কর্মসূচী। সফরের প্রথমদিনেই তিনি শিল্পপতিদের সঙ্গে বিজনেস মিট করবেন মমতা। ২০ তারিখ বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা তুলে দেবেন উপভোক্তাদের হাতে। ২১ তারিখ রয়েছে প্রশাসনিক বৈঠক।
আরও পড়ুন: ধেয়ে আসছে কালবৈশাখী, একাধিক জেলায় জারি হলুদ সতর্কতা
সূত্রের খবর, জোরকদমে প্রস্তুতি চলছে উত্তরবঙ্গের জেলায় জেলায়। ১৯ মে প্রথমে শিলিগুড়ি পৌঁছবেন মুখ্যমন্ত্রী। বিকেলে বাগডোগরা বিমানবন্দরে নামবেন বলে জানা গিয়েছে। সেখান থেকে সড়কপথে সরাসরি শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে পৌঁছে একটি সরকারি কর্মসূচিতে যোগ দেবেন মমতা। এখন থেকে ওই এলাকার সর্বত্র আঁটোসাঁটো নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে।
জানা গিয়েছে, এবারের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকবেন কয়েকজন নেতা–মন্ত্রীও। তাই এখন পুলিশের তৎপরতা মারাত্মক হারে বেড়ে গিয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় চলছে পুলিশের জোরদার টহল। শনিবার দীনবন্ধু মঞ্চের প্রস্তুতি খতিয়ে দেখতে আসছেন দার্জিলিংয়ের জেলাশাসক প্রীতি গোয়েল ও অন্যান্য প্রশাসনিক অফিসাররা। মুখ্যমন্ত্রীর সফর সফল করতে তৎপর রাজ্য।
দেখুন আরও খবর: