কলকাতা টিভি ওয়েব ডেস্ক: ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়ার পরও কতজন করোনায় আক্রান্ত হয়েছে ? সব রাজ্যগুলির কাছে এই তথ্য জানতে চাইল কেন্দ্রের স্বাস্থ্য মন্ত্রণালয়।
সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে জানতে হবে এই তথ্য। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে এই তথ্য পাওয়ার পর কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী একটি গাইডলাইন তৈরি করবেন। তারপরে নতুন গাইডলাইন অনুযায়ী কেন্দ্র থেকে নির্দেশ দেওয়া হবে।
আরও পড়ুন- চিন্তা বাড়াচ্ছে ডেল্টা প্লাস, মহারাষ্ট্রে নতুন করে আক্রান্ত ২৭ জন
সমস্ত রাজ্যের প্রতিটি হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্র গুলিকে এবংকরোনা পরিষেবার সঙ্গে জড়িত সমস্ত প্রতিষ্ঠানকে এই সংক্রান্ত রিপোর্ট আপলোড করতে হবে ওয়েবসাইটে ।
করোনা মামলা চলাকালীন এই নির্দেশ আদালতকে জানালেন অ্যাডিশনাল সলিসিটর জেনারেল। সব রাজ্য থেকে তথ্য এলেই আদালতে জমা করা হবে। আবেদনকারী দের দাবি, ১৮ – ৪৪ বছরের টিকা খামতি রয়েছে। গ্রামাঞ্চলে টেলিমেডিসিন পরিষেবা সঠিক ভাবে হচ্ছে না। আশা কর্মীদের কাজে লাগানো হচ্ছে না।
আরও পড়ুন- অ্যাম্বুল্যান্সের অভাবে করোনা রোগীর মৃত্যু জলপাইগুড়িতে
এর উত্তরে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল জানিয়েছেন, এখনই এগুলি বাস্তবায়ন করা সম্ভব নয়। এক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তার মধ্যে টিকার মজুতেরও কিছু সমস্যা রয়েছে।