কলকাতা টিভি ওয়েব ডেস্ক: ২৯ মে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্টের (Mount Everest) জন্মদিন। একইসঙ্গে আজ তারও জন্মদিন যিনিই বিশ্বে প্রথম ১৯৫৩ সালে এভারেস্ট পর্বত জয় করেন। কার কথা বলছি? নেপালের শেরপা তেনজিং নোরগের (Tenzing Norgay) কথা। ২৮,২১৫ ফুট উচ্চতায় এভারেস্ট আরোহণ করে রেকর্ড করেছিলেন তিনি৷ তাঁর সহযোদ্ধা ছিলেন নিউজিল্যান্ডের এডমন্ড হিলারি (Edmund Hillary)। তেনজিং নোরগের জন্মদিনে তাঁর কৃতিত্বের জন্য এবং এই দিনটিকে আরও স্মরণীয় করে রাখতে তাঁকে ভারতের সর্বোচ্চ সম্মান ভারতরত্ন দেওয়ার দাবি উঠল পাহাড়ে। রবিবার সোনাদাতে শেরপা মঠের প্রাঙ্গণে বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে শেরপা সম্প্রদায়ের মানুষজন তেনজিং নোরগেকে ভারতের সর্বোচ্চ সম্মান ভারতরত্ন প্রদানের দাবি জানায়।
রবিবার সোনাদাতে শেরপা সম্প্রদায়ের মানুষজন পর্বতারোহী তেনজিং নোরগের ১০৮ তম জন্মদিন পালন করে।সোনাদাতে শেরপা মঠের প্রাঙ্গণে বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে তাঁকে ভারতরত্ন প্রদানের দাবি তোলেন। তাঁদের প্ল্যাকার্ডে লেখা ছিল, “আমাদের দাবি, তেনজিং নোরগে শেরপাকে ভারতের সর্বোচ্চ সম্মান ভারতরত্ন দেওয়া হোক”।
প্ল্যাকার্ড নিয়ে তেনজিং নোরগেকে ভারতরত্ন প্রদানের দাবি পাহাড়ে
১৯৮৬ সালে তেনজিং নোরগে ও ২০০৮ সালে স্যার এডমন্ড হিলারি মারা যাওয়ার পর তাঁদের প্রতি শ্রদ্ধা জানাতে নেপাল সরকার এই দিনটিকে ‘এভারেস্ট দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়। ২০০৮ সালে সর্বপ্রথম এভারেষ্ট দিবস পালন করা হয়। আর এই দিনটিকে আরও স্মরণীয় করে রাখতেই এদিন পাহাড়ে ভারতের সর্বোচ্চ সম্মান ভারতরত্ন দেওয়ার দাবি শেরপা সম্প্রদায়ের।
আরও পড়ুন Nepal Flight Missing: নেপালে নিখোঁজ বিমান ভেঙে পড়েছে, সন্দেহ সেনাবাহিনীর