কলকাতা: আগামিদিনে রাজ্যে ১০ লক্ষ কর্মসংস্থান হবে। সোমবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে কলকাতার মেয়ো রোডে এমনটাই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি জানালেন, শিক্ষিত যুবকদের রাজ্যের বাইরে যাওয়ার প্রয়োজন নেই। আগামী দুই থেকে তিন বছরের মধ্যে অনেক শিল্প এবং কর্মসংস্থান হবে। কাজের কোনও অভাব থাকবে না। দুয়ারে সরকার প্রকল্পে শ্রমিকদের নাম-ঠিকানা নথিভুক্ত করা হবে বলেও জানান মুখ্যমন্ত্রী।
বীরভূমে দেওচা পাচামিতে ১ লক্ষ লোকের প্রত্যক্ষ কর্মসংস্থান হবে। এছাড়াও অপ্রত্যক্ষ ভাবে আরও ১ লাখ ছেলে-মেয়ের কাজ হবে। রঘুনাথপুরে ৭২ হাজার কোটি টাকা বিনিয়োগ হবে। সেখানে বিপুল কর্মসংস্থান হবে। বানতলা লেদার কমপ্লেক্সে অন্তত্য ৫ লক্ষ চাকরি হবে। প্রত্যক্ষ এবঙ্গ অপ্রত্যক্ষ ভাবে। মমতার দাবি, রাজ্যে প্রচুর বিনিয়োগ আসছে। প্রচুর শিল্প আসছে। ডানকুনি ফ্রেড করিডোর হয়ে গেলে শিল্পের সম্ভাবনা আরও বাড়বে।
এদিন পরিযায়ী শ্রমিক প্রসঙ্গে মমতা জানান, বাংলায় সব সুবিধা দেওয়া সত্ত্বেও কেউ বাইরে কাজ করতে গেলে সরকারের কিছু করার নেই। তিনি বলেন, এখানে সব করে দিয়েছি। ব্যবসার টাকাও দেব বলেছি। তাও কেউ বাইরে গেলে আমি কী করতে পারি? বাংলা তো শিক্ষায় এক নম্বর। তাও বাইরে পড়তে যান অনেকে। যেতেই পারেন। তিনি জানান, সামাজিক নিরাপত্তায় পশ্চিমবঙ্গ সারা দেশে প্রথম। এদিন মেয়ো রোডের গান্ধি মূর্তির পাদদেশে শাসকদলের ছাত্র শাখার প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষ্যে মঞ্চে বক্তব্য রাখতে উঠেই প্রবল রোদের মধ্যে ধৈর্য ধরে বসে থাকা ছাত্র যুবদের কৃতজ্ঞতা জানান মুখ্যমন্ত্রী।