কালচিনি: রেশন দুর্নীতি (Ration Scam) নিয়ে সরব হয়েছেন আলিপুরদুয়ার জেলার কালচিনি (Kalchini) ব্লকের মধু চা বাগানের শ্রমিকরা (Tea Worker)। অভিযোগ, অনাহারে, অপুষ্টিতে ধানী ওঁরাও এর মৃত্যু হয়েছে। বাগানের (Tea Garden) শ্রমিকদের (Tea Worker) অভিযোগ, তিনি ঠিকমতো রেশনও পেতেন না ধানী। পড়শীদের দেওয়া খাবারই ছিল তার ভরসা। অন্যদিকে, বাগানের শ্রমিক ধানী ওঁরাও এর মৃত্যুর পর রেশন দুর্নীতি নিয়ে সরব হয়েছেন বাগানের শ্রমিকদের থেকে শুরু করে তৃণমূল নেতৃত্বরাও। শ্রমিকদের অভিযোগ, ধানীর তো রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিংকের কিছু সমস্যা ছিল, আমাদের তো সেটাও নেই, তবুও আমরা ঠিকমতো রেশন পাচ্ছি না। আটা পেলে চাল পাচ্ছি না। আর চাল পেলে আটা পাচ্ছে না। বেশ কয়েকমাস ধরে এই চলে আসছে। এছাড়া বাগানের শ্রমিক পরিবার এই রেশনের উপরই নির্ভর করে। অনেক সময় শুধুমাত্র একবেলা খেয়েই আধপেটা থাকতে হয়। স্থানীয় তৃণমূল অঞ্চল ও ব্লক সভাপতি এই অভিযোগে ক্ষোভ প্রকাশ করেন।
মধু চা বাগানে এক শ্রমিকের অনাহারে মৃত্যু হয়েছে বলে অভিযোগ তুলেছিল সারা বাংলা ক্ষেতমজুর সমিতি। ধানির স্ত্রী আশারানি লতাবাড়ি গ্রামীণ হাসপাতালে ভর্তি। তিনিও অপুষ্টির শিকার বলে অভিযোগ ওঠে। পশ্চিমবঙ্গ চা মজদুর সমিতিও অভিযোগ তোলে, অনাহারে চা শ্রমিকের (Tea Worker) মৃত্যু হয়েছে। এরই মধ্যে মধু চা বাগানের শ্রমিকেরা রেশন দুর্নীতির অভিযোগ তুলল।
আরও পড়ুন:রাজ্য বাজেটে খুশির ছোঁয়া, জেলায় জেলায় তৃণমূলের ধন্যবাদ মিছিল
এ বিষয়ে তৃণমূল কালচিনি ব্লক সভাপতি অসীম কুমার লামা বলেন, ‘শ্রমিকরা ঠিকমতো রেশন পাচ্ছেন না এটা সত্যি দুর্ভাগ্যের বিষয়। দ্রুত সমস্যা সমাধান না হলে, বড় পদক্ষেপ নেব আমরা।’ যদিও এ বিষয়ে মধু চা বাগানে রেশন বণ্টনের দায়িত্বে থাকা স্বনির্ভর দলের মহিলারা বলেন, ‘ সব সময় সব রেশন সামগী থাকে না। যখন যেটা থাকে সেটা দিয়ে দেওয়া হয় এবং যেটা বাকি থাকে সেই সামগ্রী আসলে সেটাও আমরা শ্রমিকদের দিয়ে দিই। তবে শ্রমিকরাই অনেক সময় বকেয়া রেশন সামগ্রী নিতে দেরি করেন।’
অন্য খবর দেখুন