ওয়েব ডেস্ক: সিন্ডিকেট রাজে (Syndicate Raj) উত্তপ্ত এনজেপি স্টেশন (NJP Station) চত্বর। অভিযোগের তীর রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস (TMC) পরিচালিত ট্যাক্সি ইউনিয়নের (Taxi Union) বিরুদ্ধে। নির্দিস্ট অর্থ না দেওয়ায় এক ট্যাক্সি চালককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। এমন ঘটনায় শহরে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। আতঙ্ক ছড়িয়েছে গোটা স্টেশন জুড়ে।
পূর্বেও বহুবার এমন ধরনের আচরণের অভিযোগ উঠেছিল শাসক দলের বিরুদ্ধে। সিকিমের এক ট্যাক্সি চালককেও একইভাবে হেনস্থার শিকার হতে হয়েছিল বলে জানা যায়। পুনরায় এমন ঘটনা ঘটায় প্রশাসনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠছে। অভিযোগ, শনিবার সকালে ‘দাদাগিরি ট্যাক্স’ দিতে না চাওয়ায় বিকি আগরওয়াল নামে এক ট্যাক্সি চালককে মারধর করে সিন্ডিকেটের সদস্যরা। এই ঘটনার জেরে রাগে ফুঁসছে ট্যাক্সি চালকরা (Taxi Drivers)। যদিও দলের নেতৃত্বর তরফে এমন ঘটনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। অন্যদিকে, এনজেপির একাংশ ট্যাক্সিচালকরা অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে স্টেশন জুড়ে বিক্ষোভে সামিল হন।
আরও পড়ুন:তোলাবাজির প্রতিবাদ করায় আক্রান্ত তৃণমূল কংগ্রেস সদস্যার স্বামী
বিকি আগরওয়ালের কথায়, “কয়েকদিন আগে আমি যাত্রীদের নিয়ে যাই৷ আজকে আমি যখন গাড়ি স্ট্যান্ডে রেখে বন্ধুর সঙ্গে কথা বলছিলাম। আচমকা ছয়জন এসে ৪০০ টাকা দাবি করে। আমি কিসের টাকা জিজ্ঞেস করলে বলে, কদিন আগে ভাড়া নিয়ে গিয়েছিলাম। আমি না করলে আমাকে বেধড়ক মারধর করে। আমার গাড়িও ভেঙে দিতে যাচ্ছিল। কোনওক্রমে পালিয়ে গাড়ি ও নিজের প্রাণ বাঁচাই। আমি চাই পুলিশ পদক্ষেপ করুক। আমি নিউ জলপাইগুড়ি থানায় (NJP Police Station) অভিযোগ জানিয়েছি।”
ট্যাক্সি হেল্পার্স এসোসিয়েশনের সদস্য পরিমল মালাকার জানিয়েছেন, “আমরা ৪০ বছর ধরে বোর্ড লাগিয়ে চালকদের সাহায্য করে সামান্য টাকা নিয়ে থাকি। চালকরা যা দেয় তাই দিয়ে আমরা চলি। এমনিতে কোনও সরকারি অনুমতি নেই। আর আমরা কোনও চালককে মারধর করিনি।” আরও এক ট্যাক্সি চালক শঙ্কর দাস জানিয়েছেন, “টাকা না পেলেই মারধর করা হয়। এর আগে আমাকেও মারা হয়েছিল। এখানে চূড়ান্ত সিন্ডিকেট রাজ চলছে। সিকিমের এক চালককেও মারধর করা হয়েছিল।” এনজেপি ট্যাক্সি ইউনিয়নের সহ সভাপতি উদয় সাহা জানান, “একটা মারধরের ঘটনা ঘটেছে। আমরা সেটা খতিয়ে দেখছি।”
দেখুন আরও খবর: