বিশ্বের কলম্বিয়ান প্রদর্শনীর অংশ হিসেবে পার্লামেন্ট মেমোরিয়াল আর্ট প্যালেস বা ওয়ার্ল্ড কংগ্রেস অক্সিলারি বিল্ডিং-এ ১৮৯৩ সালে ১১ সেপ্টেম্বর বিশ্বধর্ম মহাসম্মেলন শুরু হয়। ভবনটি বর্তমানে শিকাগো আর্ট ইনস্টিটিউট নামে পরিচিত। বিবেকানন্দ সেদিন প্রথম ভাষণ দেন। দীর্ঘ বিলম্বের পর বিকেলের দিকে তিনি ভাষণ দেওয়ার সুযোগ পান।
আরও পড়ুন, স্বামী বিবেকানন্দের রামকৃষ্ণ মঠ ও মিশন প্রতিষ্ঠা
প্রাথমিকভাবে বিচলিত হলেও পরবর্তীতে সরস্বতীকে প্রণাম করে তিনি অনুভব করেছিলেন যে, তাঁর শরীরে নতুন শক্তির জন্ম হয়েছে। তিনি অনুভব করেছিলেন, কেউ বা অন্য কিছু তার দেহে অবস্থান করছে। এরপর তিনি আমেরিকার সমবেত ভগিনী ও ভ্রাতাগণ সম্ভাষণ করে তাঁর বক্তব্য শুরু করেন। তাঁর সম্বোধনের পরেই টানা দুই মিনিট করতালি দিয়ে তাঁকে অভিবাদন জানানো হয়।
আরও অন্য খবর পড়ুন