Placeholder canvas
কলকাতা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪ |
K:T:V Clock
সিঙ্গুর আন্দোলনে সাধারণের সমর্থন ছিল না, দাবি শুভেন্দুর
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  প্রিয়া দত্ত
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩, ০৮:১৬:১৪ পিএম
  • / ১২৯ বার খবরটি পড়া হয়েছে
  • প্রিয়া দত্ত

কলকাতা: বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadeb Bhattacharjee) উদারতার সুযোগ নিয়ে সিঙ্গুর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) টাটাদের তাড়িয়েছেন। সোমবার সিঙ্গুরে দাঁড়িয়ে বিজেপির (BJP) এক সভায় এমনই বিস্ফোরক অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। একইভাবে তৎকালীন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধীরও নাম টেনে এনে শুভেন্দু বলেন, মমতা তাঁরও উদারতার সুযোগ নিয়েছিলেন। শুভেন্দুর দাবি, সুযোগ ছিল না বলেই তিনি সেই সময় সিঙ্গুর আন্দোলনের বিরোধিতা করতে পারেননি। বিরোধী নেতা বলেন, আমি দিদিমণির চকলেট খাওয়া অনশনে যাইনি। তখন প্রতিদিনই আমাকে ডাকত। একদিনই গিয়েছিলাম। ২০ মিনিট ভাষণ দিয়ে ডেকোরেটরের বিলটা মিটিয়ে চলে এসেছিলাম। তাঁর আরও দাবি, সেই সময় সিঙ্গুর আন্দোলনে সাধারণ মানুষের কোনও সমর্থন ছিল না।

আগামী বুধবার ধর্মতলায় বিজেপির সভা রয়েছে। সেই সভার প্রধান বক্তা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুভেন্দু সহ দলের সব নেতারই দাবি, ওই সভায় ব্যাপক লোক সমাগম হবে। শুভেন্দু থেকে শুরু করে সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষরা অমিত শাহের সভার প্রচারে জেলায় জেলায় ঘুরে বেড়াচ্ছেন। সেই প্রচারেরই অংশ হিসেবে এদিন সিঙ্গুরে গিয়েছিলেন শুভেন্দু। স্বাভাবিকভাবেই সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে বিরোধী দলনেতা সিঙ্গুর আন্দোলনের প্রসঙ্গ টেনে আনেন। অবশ্য তিনিও ওই সময় তৃণমূলের প্রভাবশালী নেতা ছিলেন। সিঙ্গুর আন্দোলনে প্রথম থেকে প্রথম সারিতে ছিলেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না। শুভেন্দু বেচারামের নাম করে বলেন, এই বেচারাম তখন একটা বিড়ি ফুঁকত, এখন লম্বা সিগারেট ছাড়া খায় না। বিশাল বাড়ি হাঁকিয়েছে। ইডি মাটি খুঁড়ে হলেও সব বার করবে। পাল্টা বেচারাম বলেন, শুভেন্দু গদ্দার। ও উন্মাদ হয়ে গিয়েছে। ওর কথার কোনও গুরুত্ব নেই।

শুভেন্দু বলেন, আজকের দিনেই আমি কালীঘাটে পদত্যাগপত্র ছুঁড়ে দিয়ে এসেছিলেম। একাধিক দফতর ছিল আমার হাতে। ওরা না যাওয়ার জন্য আমার হাত-পা ধরাধরি করছিল। কাল বিধানসভায় মুখ্যমন্ত্রীকে চোর চোর স্লোগান শুনতে হবে। হয়তো মুখ্যমন্ত্রী বিধানসভায় আসবেন না। এখন তো পিসি-ভাইপোতে তু তু ম্যায় ম্যায় চলছে। ভাইপো এখনই মুখ্যমন্ত্রী হতে চায়। তবে জীবন থাকতে পিসি চেয়ার ছাড়বে না।

এদিন বিজেপি বুধবারের সভার সমর্থনে হাজরায় বিশাল মিছিল করে। সেই মিছিলে সুকান্ত মজুমদার সহ অনেকেই উপস্থিত ছিলেন। পরে এক সভায় সুকান্ত বলেন, বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী কলকাতায় আসছেন। তাই পিসির ভাইপো ঘর থেকে বাইরে আসা বন্ধ করে দিয়েছে। তাঁর দাবি, বুধবারের সভা রাজ্যে অন্য সমীকরণ তৈরি করবে। তাঁর আরও দাবি, লোকসভা নির্বাচনে বিজেপি ৩৪ টির বেশি আসন পাবে। তৃণমূলের যারা চুরি করেছে, তারা কেউ ছাড় পাবে না। প্রসঙ্গত, অমত শাহ মাস কয়েক আগে কলকাতার এক সভায় বুক বাজিয়ে দাবি করেন, লোকসভা ভোটে বিজেপি এবার ৩৫টি আসন পাবে।

দেখুন আরও অন্য খবর

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০ ১১ ১২ ১৩ ১৪
১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০ ২১
২২ ২৩ ২৪ ২৫ ২৬২৭ ২৮
২৯ ৩০ ৩১  
আর্কাইভ

এই মুহূর্তে

উইকেন্ডে ফের বৃষ্টি! জানুন আবহাওয়ার আপডেট​
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
বেলগাছিয়ায় যান্ত্রিক ত্রুটি, মেট্রোয় দুর্ভোগ চলছেই  ​
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
গোয়ার বিপর্যয় ভুলে আজ বাগানের লক্ষ্য পঞ্জাব জয়​
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
অজি ওপেনারকে কোহলির ‘ধাক্কা’, গরম হয়ে উঠল মেলবোর্ন​
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
আবির্ভাবেই চমকে দিলেন তরুণ অজি ওপেনার!​
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
ডোরিনা ক্রসিংয়ের নাম পরিবর্তন চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি চিকিৎসকদের​
বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
প্রযুক্তিতে কর্মসংস্থান, হোটেল বুকিং সব চেয়ে বেশি হায়দরাবাদে, কলকাতা চতুর্থ​
বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
দেশকে সংযুক্ত করার স্বপ্ন দেখেছিলেন বাজপেয়ী, বললেন প্রধানমন্ত্রী মোদি​
বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
মেলবোর্ন মহারণে কী হবে ভারতের একাদশ?​
বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
মৃতের পরিবারকে ২ কোটি দিচ্ছেন অল্লু অর্জুন, ‘পুষ্পা’র নির্মাতারা   ​
বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
স্কুলে পাশ-ফেল ফেরানোর কেন্দ্রীয় নীতি নিয়ে কী বললেন শিক্ষামন্ত্রীর​
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
পুণেতে ভয়াবহ দুর্ঘটনা! ডাম্পারের ধাক্কায় প্রাণ গেল তিনজনের​
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
অর্থাভাবে বন্ধ হতে চলেছে দুটি মেলা!​
সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
রাজভবন থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভাস্কর গুপ্তাকে চিঠি​
সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
সেমিনার রুমে নয়, তিলোত্তমার খুনের ক্রাইম সিন অন্য! CSFL- এর তথ্যে চাঞ্চল্য​
সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.   Privacy Policy
Developed By KolkataTV Team