নয়াদিল্লি: দীপাবলীতে বাজি পুরোপুরি নিষিদ্ধ নয়। বাজি নিয়ে হাই কোর্টের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট। শুক্রবার কলকাতা হাই কোর্ট রাজ্যে সবরকম বাজির বিক্রি এবং ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছিল। তার পর সুপ্রিম কোর্টে আবেদন জানায় আতশবাজি উন্নয়ন সমিতি। বাজির নিষেধাজ্ঞা সম্পর্কিত কলকাতা হাই কোর্টের সেই রায় সোমবার খারিজ করল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়েছে, বাজি পুরোপুরি নিষিদ্ধ নয়। পরিবেশবান্ধব বাজি পোড়ানো যাবে।
শুক্রবার কলকাতা হাই কোর্ট নির্দেশ দিয়েছিল, কালীপুজোর রাতে কোনও আতসবাজি পোড়ানো যাবে না। শুধুমাত্র মোমবাতি এবং প্রদীপ জ্বালানো যাবে। ছটপুজো, গুরুনানক জয়ন্তী, বড়দিন, নতুন বছরের উৎসবেও বাজি নিষিদ্ধ করেছিল হাই কোর্ট। এর পরেই আতশবাজি উন্নয়ন সমিতি প্রশ্ন তোলে, শীর্ষ আদালত দেশে পরিবেশবান্ধব বাজিকে ছাড় দিয়েছে। হাই কোর্ট কীসের ভিত্তিতে এই ধরণের বাজিতে নিষেধাজ্ঞা জারি করে। এর পরেই সুপ্রিম কোর্টে যায় আতশবাজি উন্নয়ন সমিতি।
আরও পড়ুন: কাঁকুলিয়া জোড়া খুনের মূল অভিযুক্ত ভিকি মুম্বই থেকে গ্রেফতার
সেই আবেদনের প্রেক্ষিতেই আজ দেশের শীর্ষ আদালত জানিয়েছে, পরিবেশবান্ধব বাজি পোড়ানো যাবে। সুপ্রিম কোর্ট তার রায়ে জানিয়েছে, কেবলমাত্র পরিবেশবান্ধব বাজিতেই ছাড়পত্র দেওয়া হচ্ছে। নিষিদ্ধ বাজি কোনও ভাবেই পোড়ানো যাবে না। সেই সমস্ত বাজি যাতে বিক্রি না হয় সেই ব্যাপারে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে রাজ্য সরকারকে। অন্য রাজ্য থেকেও যাতে বাজি না ঢোকে, সেই ব্যাপারেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।