Placeholder canvas
কলকাতা সোমবার, ২১ এপ্রিল ২০২৫ |
K:T:V Clock
ফের দরজা চওড়া করছে বঙ্গ-বিজেপি, নিদান বনশলের
কণাদ দাশগুপ্ত Published By:  • | Edited By:
  • প্রকাশের সময় : বুধবার, ৩১ আগস্ট, ২০২২, ০৫:০৭:১০ পিএম
  • / ১৩৬ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By:

কণাদ দাশগুপ্ত : সংগঠন দুর্বল, নেতানেত্রীরা অযোগ্য, ব্যর্থ৷ তাই ভাড়াটে সেনাই ভরসা বঙ্গ-বিজেপির৷ রোগের কারণ এবং রোগীর লক্ষণ বোঝার পর এমনই নিদান রাজ্য বিজেপির নতুন পর্যবেক্ষক সুনীল বনশলের৷  বৈদিক ভিলেজে আয়োজিত বিজেপির তিন দিনের প্রশিক্ষণ শিবিরে যোগ দিয়ে বনশলের বার্তা, ‘অন্য দলের নেতাদের বিজেপিতে আসার দরজা খোলা রাখতে হবে’। এখানেই শেষ নয়, অন্য দল থেকে পদ্ম-শিবিরে সামিল হওয়া দলবদলু নেতারা যাতে উপযুক্ত সম্মান পান, সে বিষয়েও নেতানেত্রীদের সতর্ক করেছেন বনশল।

২০২৩-এর পঞ্চায়েত এবং ২০২৪-এর লোকসভা নির্বাচনের  আগে দলকে আরও সংহত, কোন্দলমুক্ত এবং শক্তিশালী করার লক্ষ্যেই পাঁচ তারা রিসর্টের মনোরম পরিবেশে শিবির খুলেছিল বিজেপি৷    তিনদিনের এই প্রশিক্ষণ শিবিরে বঙ্গ বিজেপিকে নানা ধরনের উপদেশ, পরামর্শ দিয়ে গিয়েছেন দিল্লির নেতারা৷ তবে সার কথাটি বলেছেন সুনীল বনশল৷এই বনশল বিজেপি’র অন্দরে পরিচিত ‘উত্তর প্রদেশে জয়ের কারিগর’ হিসাবে৷ বনশলের কৃতিত্বেই না’কি যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রীর আসনে বসার সুযোগ পেয়েছেন৷ এবং বনশলের জন্যই না’কি মুখরক্ষা হয়েছে উত্তর প্রদেশের সাংসদ নরেন্দ্র মোদীর৷ বিজেপির শীর্ষমহল তাই বনশলের কথাবার্তাকে একটু বেশি নম্বর দেয়৷ সেই বনশলকেই বাংলার পর্যবেক্ষক করার পিছনে বিজেপির নির্দিষ্ট ছক রয়েছে৷ বনশলকে বিজেপি যত নম্বর দেয়, তাতে এটা স্পষ্ট, খামোকা সময় নষ্ট করার জন্য তাঁকে বাংলার পর্যবেক্ষক করা হয়নি৷ কিন্তু ওই বনশল প্রথম দিন এসেই বুঝতে পেরেছেন বঙ্গ-বিজেপির এই নেতাদের দিয়ে কোনও কাজ হবে না৷ দরকার দক্ষ নেতা৷ কিন্তু রাজ্য বিজেপির অন্দরে জোর তল্লাশি চালালেও যে মনোমত নেতা মিলবে না, তা শহরে পা রাখার ৪৮ ঘন্টাতেই বুঝে ফেলেন বনশল৷ তাই তাঁর উদাত্ত আহ্বান, “ভিন দলের নেতাদের দিকে নজর দেওয়া হোক৷ তাঁদের বিজেপিতে  সামিল করার ব্যবস্থা হোক৷ অন্য দলের নেতাদের জন্য বঙ্গ-বিজেপির দরজা আরও চওড়া করতে হবে, দরজা খুলে রাখতে হবে৷” এই নিদানেইথামেননি বনশল৷ বলেছেন, “অন্য দল থেকে পদ্ম-শিবিরে সামিল হওয়া দলবদলু নেতারা উপযুক্ত সম্মান এবং স্বীকৃতিও পাবেন৷”

বনশলের এই বার্তায় রাজ্য-বিজেপি কার্যত উলঙ্গ হয়ে গিয়েছে৷ একঘর নেতা-কর্মীদের সামনেই সুনীল বনশল বুঝিয়ে গেলেন রাজ্য নেতারা কোনও কাজের নয়৷ অযোগ্য, অদক্ষ, কোন্দলপ্রেমী, দলের মধ্যে গ্রুপ তৈরিতেই সিদ্ধহস্ত৷ এই নেতাদের সামনে রেখে একটি পঞ্চায়েতেও জয় আসবে না৷ রাজ্যজুড়ে পঞ্চায়েত ভোট বা লোকসভা নির্বাচন তো দূরের কথা৷  বিকল্প একটিই, অন্য দল ভাঙাও, নেতা আনো৷  দলকে আড়ে-বহরে বাড়াতে অন্য দলের নেতাদের জন্য দরজা খুলে রাখতেই হবে৷ সেই বার্তাই দিয়ে গেলেন কেন্দ্রীয় নেতা তথা রাজ্যের সদ্য নিযুক্ত পর্যবেক্ষক সুনীল বনশল।

২০১৯ লোকসভা নির্বাচনের আগে তৎকালীন পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয় এই নীতিই নিয়েছিলেন৷  একুশের ভোটের আগে দরজা আরও চওড়া হয়৷ সরকার গড়ার দাবিদার খেলা শেষ করে ৭৭ বিধায়কে, যা এখন দাঁড়িয়েছে ৬৯-এ৷ সাংসদও কমেছে ২ জন৷ বিধায়ক হতে যারা পদ্ম-পতাকা হাতে নিয়েছিলেন, ভোটে হেরে তাদের ৭০ ভাগই পুরোনো দলে ফিরে গিয়েছেন৷ আর দলের অন্দরে দগদগে ঘা হয়ে দেখা দিয়েছে সীমাহীন কোন্দল, রাজ্য নেতাদের আলাদা আলাদা গোষ্ঠী তৈরি হয়েছে৷ 

সুনীল বনশল যেখানে হাত দেন, সেখানেই সোনা ফলে, বিজেপির এমনই বিশ্বাস ৷ ‘দরজা আরও চওড়া’ করার ডাক দেওয়া বনশল এখনও টের পাননি বঙ্গ-বিজেপির পদাধিকারীদের দৌড়৷ দলের উপকার করতে না পারুক, দলকে গোষ্ঠীকোন্দলে জর্জরিত করতে এরা প্রত্যেকেই সিদ্ধহস্ত৷ নিজেদের আসন টলে যাওয়ার ভয়ে এরা অন্য দলের কাউকেই দলে টিঁকতে দেবে না৷ 

বনশল ঠিকই বুঝবেন, একটু সময় লাগবে এই যা ৷  

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০ ১১ ১২
১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯
২০২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬
২৭ ২৮ ২৯ ৩০  
আর্কাইভ

এই মুহূর্তে

কেমন যাবে এপ্রিল মাসের এই সপ্তাহ
সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
জঘন্য ফুটবল, সুপার কাপ থেকে বিদায় ইস্টবেঙ্গলের
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
২০২৬ বিশ্বকাপ খেলবেন? বড় ঘোষণা মেসির
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
সোমবার এসএসসি ভবনের সামনে ধরনায় বসবেন চাকরিহারারা
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
অলৌকিক! মন্দির উদ্বোধনের আগেই দিঘায় ভেসে এল জগ্ননাথ মূর্তি
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
পাকিস্তানে আক্রান্ত হিন্দু মন্ত্রী, নিন্দা শেহবাজ শরিফের
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
‘রাম-বাম’ তত্ত্বে বামেদের ব্রিগেড সমাবেশকে খোঁচা কুণাল ঘোষের
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
নতুন করে অশান্তির খবর নেই, এখনও পর্যন্ত গ্রেফতার ২৮৯ : জঙ্গিপুর পুলিশ সুপার
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
খেলা হবের পাল্টা ‘নেমে খেলার ডাক’ সেলিমের
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
মুর্শিদাবাদ প্রসঙ্গে সম্প্রীতির বার্তা, ব্রিগেডে কী বললেন সেলিম?
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
ব্রিগেড থেকে তৃণমূল-বিজেপিকে একযোগে আক্রমণ অনাদি সাহুর
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
দার্জিলিং-এ বিকল্প রাস্তা চাইছে মোর্চা, কেন্দ্রকে চিঠি রোশন গিরির
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
ভুল বোঝাবুঝি থেকে মারাত্মক ঘটনা ভাবতে পারছে না বিহারের বেতিয়ার পুলিশ লাইন
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
আজই প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হতে পারে লিভারপুল!
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
ব্রাউন বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেবেন রাহুল
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team