কলকাতা: রাজনীতিতে একে অপরকে আক্রমণ করতে গিয়ে শালীনতার সীমা ছাড়ানোর উদাহরণ ভুরি ভুরি আছে। এবার সেই তালিকায় নবতম সংযোজন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের মন্তব্য। তবে সুকান্তর মন্তব্য সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পোশাক নিয়ে। সুকান্তর কথায়, “মমতা বন্দ্যোপাধ্যায় ডিজাইন করা শাড়ি পরেন। ওই শাড়ির এক কপি কেউ এনে দিতে পারবেন আমায়? আমি চ্যালেঞ্জ করছি, ওই শাড়ি বাংলার বাজারে মিলবে না।” এখানেই সুকান্তর প্রশ্ন, ডিজাইনার কি মুখ্যমন্ত্রীকে শাড়িগুলো বিনামূল্য়ে দেন? না হলে এতটাকা কোথা থেকে আসে?
এখানেই শেষ নয়, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) মুখ্যমন্ত্রীর আয়ের উৎস নিয়ে প্রশ্ন তুলেছিলেন। কটাক্ষ করে বলেছেন, ‘‘মুখ্যমন্ত্রী কার দেওয়া ফোন ব্যবহার করেন, যে শাড়ি পরেন তার টাকা কোথা থেকে আসে। উনি যদি ভাতা না নেন, তাহলে নিশ্চয়ই বিনা পয়সায় কেউ দিয়েছে। আর এখনকার দিনে ফ্রিতে কেউ জিনিস দিলে সে নিশ্চয় ‘ধান্দা’ ছাড়া দেবে না।’’
আরও পড়ুন, মাঠ দখল ঘিরে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে বোমা, গুলি
আর এহেন মন্তব্যের পরই সুকান্ত মজুমদারকে পাল্টা আক্রমণও করেছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। ব্যক্তিগত বিষয় আনা অনুচিত বলে মন্তব্য সিপিএম নেতা মহম্মদ সেলিমের।
দলের তরফে দুই মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও ডাঃ শশী পাঁজা এবং রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ বুধবার বিজেপির লাগাতার মহিলা বিদ্বেষ ও কুরুচিকর শব্দ প্রয়োগের বিরুদ্ধে গেরুয়া শিবিরকে তুলোধনা করেছেন। সুকান্ত মজুমদারকে ক্ষমা চাইতে হবে দাবি করে তৃণমূল নেতৃত্ব বলেছেন, “বিজেপি মহিলাদের সম্মান দেয় না। সম্মান দিতেও জানে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে বিজেপির শীর্ষ নেতারা একের পর এক মহিলাকে অসম্মান করে চলেছেন। নারী নির্যাতনে দেশের মধ্যে শীর্ষে যোগীরাজ্য।
আরও অন্য খবর দেখুন