বালুরঘাট: তৃণমূল এভাবেই ভোট করায়। জনগনের মত প্রকাশিত হোক, এটা তারা চায় না। এরকম বেশিদিন চলতে পারে না। মানুষ একদিন এর বিরুদ্ধে সঠিক পথ বেছে নেবে। দুই কেন্দ্রের উপনির্বাচনে বিক্ষিপ্ত অশান্তি প্রসঙ্গে এই মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আসানসোলের একাধিক বুথে রাজ্য পুলিস ঢোকা নিয়ে সরব হন বালুরঘাটের সাংসদ।
সুকান্ত মজুমদার বলেন, বুথে রাজ্য পুলিসের ঢোকার অনুমতি নেই। তা সত্ত্বেও আসানসোলের ১৭৭ ও ১৭৮ নম্বর বুথে রাজ্য পুলিসকে ঢুকতে দেখা যাচ্ছে। বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল প্রতিবাদ জানাতে গেলে তাঁর গাড়ির উপর হামলা চালানো হয়। গোটা বিষয়টি পর্যবেক্ষককে জানানো হয়েছে। তিনি ঘটনার দিকে নজর রাখছেন।
বালিগঞ্জের কয়েকটি বুথে বিজেপির এজেন্টদের বসতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেন সুকান্ত। বুথে মোবাইল নিষিদ্ধ করার বিষয়ে তিনি বলেন, কেন্দ্রীয় বাহিনী নিয়ম মেনেই কাজ করে। মোবাইল নিয়ে বুথে যাওয়া নিষিদ্ধ জেনেও কেউ তা নিয়ে যেতে চাইলে কেন্দ্রীয় বাহিনী তো তার কাজ করবেই। নিয়মের বাইরে তারা কিছু করবে না।
আরও পড়ুন: Bhadu Sheikh Murder: ভাদু খুনের তদন্তে বগটুইয়ে সিবিআইয়ের ফরেনসিক দল
আইনশৃঙ্খলা ইস্যুতেও রাজ্যকে একহাত নেন সুকান্ত। তাঁর কথায়, রাজ্যে আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রীর একটা ট্রেডমার্ক প্রতিদিন রাজ্যে ধর্ষণের ঘটনা ঘটা।