বীরভূম: সেপটিক ট্যাঙ্ক (Septic Tank) পরিষ্কার করতে নেমে তিনজনের মৃত্যু হল। ঘটনাটি ঘটেছে বীরভূমের খয়রাশোলের হজরতপুরে। প্রথমে এক নির্মাণ শ্রমিক ট্যাঙ্কে নেমে নিখোঁজ হয়ে গিয়েছিলেন। তার খোঁজে নেমে আরও দুজনে নিখোঁজ হয়ে যান।
চার ঘণ্টা ধরে খোঁজ ছিল না তিনজনের। অবশেষে তাঁদের নিথর দেহ উদ্ধার হল।
জানা গিয়েছে, সনাতন ধীবরের সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে প্রথমে নিঁখোজ হন নির্মাণ শ্রমিক বীরবল বাদ্যকার। তাঁর খোঁজে নেমে নিঁখোজ হন সনাতন ধীবর। দীর্ঘ সময় দুজনেরই কোনও সাড়াশব্দ না মেলায় এলাকার লোকজন আসেন। পাড়ায় চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায়। দুজনকে খোঁজে সেপটিক ট্যাঙ্কে নামেন ঘটনাস্থলে থাকা আরেক যুবক অমৃত বাগদি। বেশ কয়েক ঘণ্টা কেটে গেলে তাদের খোঁজ মেলেনি। তিন যুবককে উদ্ধারের চেষ্টা করে এলাকাবাসী। কিন্ত উদ্ধার করতে সক্ষম হয়নি। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। সিউড়ি থেকে দমকল বাহিনী আসে ঘটনাস্থলে। এরপর পুলিশ জানায়, তিনজনেরই দেহ উদ্ধার করা গিয়েছে।
আরও পড়ুন: IMD | WMO | সঠিক পূর্বাভাস, মৌসম ভবনের ভূয়সী প্রশংসা বিশ্ব আবহাওয়া সংস্থার
মৃতের পরিবার সদস্যরা বলেন, সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমেছিশ। চার ঘণ্টা ধরে তাদের খোঁজ মিলছিল না। যে ভয়ের আশঙ্কা করছিল সেটাই সত্যি হল। ৩ জনের নিথর দেহ উদ্ধার হয়। এই ঘটনায় এলাকার শোকের ছায়া।