বীরভূম: এবার পাথরব্যবসায়ীকে গুলি করে খুনের ঘটনা ঘটল বীরভূমের মহম্মদ বাজার থানা এলাকায়। পুলিশ সূত্রে খবর, সারেন্ডা থেকে দর্শন দরিয়া যাওয়ার রাস্তায় বটতলার কাছে এই ঘটনা ঘটে। মৃতের নাম তাপস দাস (৩২), পেশায় পাথর ব্যবসায়ী।
জানা গিয়েছে সোমবার সন্ধ্যায় পাথরপুরের তাঁর ক্রাসার থেকে বাড়ি ফেরার জন্য বেরিয়েছিলেন। কিন্তু মাঝ রাস্তায় তারপর আটকায় কয়েকজন। তাঁকে সামনে থেকে গুলি করে খুন করা হয় বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের দাবি, বটতলা হয়ে যাওয়ার সময় তাঁকে রাস্তার ধারে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তাঁরা। প্রথমে পথ দুর্ঘটনায় আহত হয়েছে ভেবে তাঁকে উদ্ধার করে নিয়ে আসা হয় সিউড়ি সদর হাসপাতালে। কিন্তু হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এমনকী তাঁর ঘাড়ে ও পেটে যে তিনটি গুলি লেগেছে তাও তাঁরা দেখতে পান। স্বাভাবিকভাবেই এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কে বা কারা কী কারণে খুন করল, তা জানতে তদন্ত শুরু করেছে মোহাম্মদ বাজার থানার পুলিশ।