ওয়েব ডেস্ক: এবার চাকরিহারা গ্রুপ সি (Group C) এবং গ্রুপ ডি (Group D) কর্মীদের জন্য বিশেষ উদ্যোগ রাজ্য সরকারের। কী সেই উদ্যোগ?
সামাজিক সুরক্ষা প্রকল্পে মাসে ২০ এবং ২৫ হাজার টাকা করে দেওয়া হবে বলে জানানো হয়েছে রাজ্যের পক্ষ থেকে।
গ্রুপ সির চাকরিহারারা সামাজিক সুরক্ষা প্রকল্পে পাবেন ২০ হাজার টাকা, এবং গ্রুপ ডি’র কর্মীরা পাবেন ২৫ হাজার টাকা।
এই ভাতা দেওয়ার নির্দেশিকা আজ জারি করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে।
শ্রম দফতরের তরফ থেকে তৈরি করা হয়েছে পশ্চিমবঙ্গ লাইভ হুড অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি স্কিম, সেখান থেকেই চাকরিহারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের জন্য জারি করা হল এই বিজ্ঞপ্তি।
আরও পড়ুন: ১৪ ই-কার চার্জিং স্টেশন কলকাতায়, কোথায় কোথায়?
বাংলা শিক্ষা পোর্টালে এই সামাজিক সুরক্ষা প্রকল্পের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
নির্দেশ দেওয়া হয়েছে প্রতিটি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে এই পোর্টালে থাকা বাধ্যতামূলক। পাশাপাশি, তাদের বিদ্যালয়ে গ্রুপ সি এবং গ্রুপ ডি’র চাকরিহারা শিক্ষাকর্মী থাকলে তাদের মাসিক বেতনের জন্য আবেদন করতে বলা হয়েছে।
এই ধরনের গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীর নাম দফতরের কর্মীদের বেতনের তালিকায় থাকবে বলে জানা যাচ্ছে।
পাশাপাশি, সমস্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষককে গ্রুপ সি এবং ডি’র কর্মীদের সামাজিক সুরক্ষা প্রকল্পে আবেদন যাচাই করে যোগ্য বলে সার্টিফাইড করতে হবে, তবেই মিলবে সেই মাসিক টাকা। যাচাই করার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে কোনমতে, কোনভাবে ভুয়ো শিক্ষকরা সেই টাকা পেয়ে যান।
জেলায় জেলায় এই নির্দেশিকা পাঠানো হয়েছে রাজ্যের পক্ষ থেকে, সামাজিক সুরক্ষা প্রকল্পে গ্রুপ সি এবং গ্রুপ ডি’র কর্মীদের নাম নথিভুক্ত করার জন্য। যাতে মাসিক বেতন তাঁরা পান, রাজ্যের পক্ষ থেকে যা প্রদান করা হচ্ছে।
দেখুন অন্য খবর