কলকাতা: সরকারি অনুমোদন পাওয়া দোকান থেকে মদ কেনার পরেও অনেক সময় ঠকে যান ক্রেতারা। তাঁদের অনেকদিনের অভিযোগ, সিল করা বোতলের মধ্যেও ভেজাল মদ পেয়েছেন তাঁরা। এ নিয়ে অভিযোগ করেছে মদের দোকানগুলোয়। মদ্যপায়ীদের জন্য সুখবর, ভেজাল মদের সমস্যায় জর্জরিত রাজ্যের আবগারি দফতর (State Excise Department) এবার অভিনব উপায় অবলম্বন করেছে। এক আশ্চর্য পেনের আমদানি করেছে তারা, যা বোতলে ঠেকালেই বলে দেবে মদ ভেজাল না খাঁটি। এই কথা বলা কলমের (Talking Pen) দাম ৩০০০ টাকা, এটি কিনতে ইতিমধ্যেই রাজ্যের সমস্ত রেজিস্টার্ড মদের দোকানকে নির্দেশ দিয়েছে আবগারি দফতর।
মদ খাঁটি না ভেজাল জানতে মদের বোতলের গায়ে সাঁটা হলোগ্রামে ছোঁয়াতে হবে, তাহলেই ওই কথা বলা কলম সত্যিটা জানিয়ে দেবে। রাজ্য সরকারের অধীনস্থ সংস্থা সরস্বতী প্রেস (Saraswati Press) থেকে এই পেন কিনতে হবে। ১৮ শতাংশ জিএসটি (GST) দিয়ে মোট ৩০০০ টাকা দিয়ে কিনতে হবে এই পেন, তবে টাকা পাঠাতে হবে অনলাইনে। রাজ্য সরকারের মুদ্রণ সংস্থা সরস্বতী প্রেস কিন্তু এই এটি বানায়নি, অন্য একটি সংস্থা থেকে কিনছে তারা। সরস্বতী প্রেসের কাজ পেনের গায়ে আবগারি দফতরের নাম ছেপে দেওয়া।
আরও পড়ুন: Samrtphone | Weather | স্মার্টফোনই বলে দেবে কখন, কোথায় বৃষ্টিপাত? জেনে নিন কীভাবে
এটি একটি বৈদ্যুতিন যন্ত্র যেটি চার্জ দিতে হবে ইউএসবি কেবল (USB Cable) দিয়ে। কলমের সঙ্গে চার্জিংয়ের জন্য দেওয়া হবে একটি সি-টাইপ কেবলও। পেনটির গায়ে অন, অফ এবং সাউন্ড বাড়ানো-কমানোর বোতাম রয়েছে। চাইলে ব্লু টুথের মাধ্যমে আলাদা স্পিকারও ব্যবহার করা যেতে পারে। ব্যবহার না হলে ১০ মিনিট পর আপনা থেকেই বন্ধ হয়ে যাবে পেনটি, তারপর তাকে আবার সুইচ অন করতে হবে।
প্রশ্ন হল, সরকারের রেজিস্টার্ড দোকানে নকল মদ পৌঁছয় কী করে। সরকারি সংস্থা বেভকো-র মাধ্যমে ডিস্ট্রিবিউটাররা খুচরো দোকানে মদ পৌঁছে দেন। কিন্তু অনেক সময়ই বেশি লাভের আশায় দোকানদাররা খোলা বাজার থেকে মদ কেনেন। সেই মদের বোতল দেখে মনে হবে না যে ভেতরে ভেজাল বা নকল মদ রয়েছে। একমাত্র সিল খুললেই মদ্যপায়ীরা বুঝে যান গন্ধ, স্বাদ আলাদা। কিন্তু তখন আর কিছু করার থাকে না। এবার এই কথা বলা কলম সমস্যার সমাধান করবে।