কলকাতা: মঙ্গলবার ছিল পঞ্চায়েতে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। বুধবার রাজ্য নির্বাচন কমিশনের তরফে এখনও পর্যন্ত কোন দল কতগুলি মনোনয়ন প্রত্যাহার করেছে তা জানিয়েছে। একই সঙ্গে জানানো হয়েছে, কোন কোন জেলার কতগুলি আসনে ভোট হবে না। কারণ, ওই আসনগুলিতে কোনও না কোনও দল বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইতিমধ্যেই জয় পেয়েছে।
কমিশনের রিপোর্ট বলছে—
আলিপুরদুয়ার জেলায় ৮টি, বাঁকুড়ায় গ্রাম পঞ্চায়েতের আসন ৬৬৪টি, পঞ্চায়েত সমিতি ১০৬টি, বীরভূমে গ্রাম পঞ্চায়েত আসন ৮৯৩টি, পঞ্চায়েত সমিতি ১২৮টি, জেলা পরিষদের ১টি, কোচবিহারে গ্রাম পঞ্চায়েতের আসনে ১৫৭টি, পঞ্চায়েত সমিতি ১৭টি, জেলা পরিষদের ১টি, দক্ষিণ দিনাজপুরে গ্রাম পঞ্চায়েতের ১১টি, দার্জিলিংয়ের গ্রাম পঞ্চায়েতের ৪০টি, পঞ্চায়েত সমিতির ৯টি, হুগলির গ্রাম পঞ্চায়েতের ৩৯৮টি,পঞ্চায়েত সমিতি ৫৮টি, হাওড়ার গ্রাম পঞ্চায়েতের ৭১৭টি, পঞ্চায়েত সমিতি ৯৮টি, জলপাইগুড়ির গ্রাম পঞ্চায়েতের ২৯টি, ঝাড়গ্রামের গ্রাম পঞ্চায়েতের ৩০টি, পঞ্চায়েত সমিতি ৫টি, কালিম্পংয়ের গ্রাম পঞ্চায়েতের ১০টি, পঞ্চায়েত সমিতি ১টি,মালদহের গ্রাম পঞ্চায়েতের ৪৮টি, পঞ্চায়েত সমিতির ৪টি, মুর্শিদাবাদের গ্রাম পঞ্চায়েতের ১৬৬টি, পঞ্চায়েত সমিতির ১২টি, নদিয়ার পঞ্চায়েতের ৬৩টি, পঞ্চায়েত সমিতির ৫টি, উত্তর ২৪ পরগনার গ্রাম পঞ্চায়েতের আসনের ৮৬৭টি,পঞ্চায়েত সমিতির ১০৪টি, জেলা পরিষদের ৩টি, পশ্চিম বর্ধমানের গ্রাম পঞ্চায়েতের ২৭২টি, পঞ্চায়েত সমিতির ১৮টি, পশ্চিম মেদিনীপুরের গ্রাম পঞ্চায়েতের ৬২২টি, পঞ্চায়েত সমিতির মধ্যে ৬৭টি, পূর্ব বর্ধমানের গ্রাম পঞ্চায়েতের ৮৫৮টি, পঞ্চায়েত সমিতির ৯৩টি, পূর্ব মেদিনীপুরের গ্রাম পঞ্চায়েতের ৬২টি, পঞ্চায়েত সমিতির মধ্যে ২টি, পুরুলিয়ার গ্রাম পঞ্চায়েতের ১৪টি, পঞ্চায়েত সমিতির ১টি, উত্তর দিনাজপুরের গ্রাম পঞ্চায়েতের ৩০৯টি, পঞ্চায়েত সমিতির ৩১টি এবং জেলা পরিষদের মধ্যে ৩টিতে ভোট হবে না। তবে দক্ষিণ ২৪ পরগনার ক্ষেত্রে কোনও পরিসংখ্যান প্রকাশ করেনি কমিশন।