পুনর্নির্বাচনের জন্য বিজেপির দেওয়া বুথের তালিকা খতিয়ে দেখার নির্দেশ দিল রাজ্য নির্বাচন কমিশন। ৮ জুলাই পঞ্চায়েত ভোটের পরের দিনই রাজ্য বিজেপি কয়েক হাজার বুথের তালিকা দিয়েছিল কমিশনকে ফের ভোটের জন্য। ভোটের পরের দিন কমিশন স্ক্রুটিনি করে ৬৯৬ টি বুথে পুনর্নির্বাচনের কথা ঘোষণা করে। তাতে আপত্তি করে বিরোধীরা। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, আমরা প্রায় পাঁচ হাজার বুথের তালিকা দিয়েছিলাম, যেগুলোতে অনিয়ম হয়েছে। সেখানে মাত্র ৬৯৬ টি বুথে ফের ভোট করা হল।
এবার কমিশন বিজেপির দেওয়া সেই বুথগুলি সম্পর্কে খোঁজ করার নির্দেশ দিয়েছে জেলাগুলিকে। বিজেপির অভিযোগ, এটা আই ওয়াশ ছাড়া কিছু নয়। কংগ্রেস আবার দাবি করেছে, ৮ জুলাইয়ের ভোট বাতিল করে কেন্দ্রীয় বাহিনীর তত্ত্বাবধানে নতুন করে পঞ্চায়েত ভোট করতে হবে। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর মতে, পঞ্চায়েত ভোট এবং তার গণনা প্রহসন ছাড়া কিছু নয়।
এদিকে পঞ্চায়েত ভোটের ফল নিয়ে পর্যালোচনা করতে কাল রবিবার বৈঠকে বসছে বঙ্গ বিজেপি। সল্টলেকের অফিসে হবে ওই বৈঠক। রাজ্য বিজেপির সব শীর্ষ নেতাকে বৈঠকে থাকতে বলা হয়েছে। বিজেপির দাবি, শাসকদলের সন্ত্রাস সত্ত্বেও পঞ্চায়েত ভোটে তাদের ফল ভালো হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুক্রবার টুইট করে সেই দাবি করে বলেন, গত পঞ্চায়েত ভোটের তুলনায় এবার তাদের আসন দ্বিগুণ হয়েছে। তিনি এর জন্য শুভেন্দু, দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের শুভেচ্ছাও জানিয়েছেন।
বিজেপির অন্দরের খবর, বেশ কয়েকজন সাংসদের এলাকায় দলের ফল খারাপ হয়েছে। উত্তরবঙ্গে এত সাংসদ এবং বিধায়ক থাকা সত্ত্বেও ফল আশানুরূপ হয়নি। এর জন্য অবশ্য নেতারা শাসকদলের সন্ত্রাসকেই দায়ী করছেন। রবিবারের বৈঠকে এসব নিয়ে কাটাছেঁড়া হবে বলে মনে করা হচ্ছে।