হাবড়া: ৪ ভোটে হেরে যাচ্ছে জেনে গণনাকেন্দ্রে ঢুকে ব্যালট পেপার খেয়ে ফেলেছিলেন তৃণমূল প্রার্থী মহাদেব মাটি। এবার সেই মহাদেব মাটির বুথে ফের ভোটগ্রহণের সিদ্ধান্ত নিল রাজ্য নির্বাচন কমিশন।
তৃণমূলকে চার ভোটে হারিয়ে জিতেছিলেন বলে দাবি করেন হাবড়ার ভুরকুণ্ডা গ্রাম পঞ্চায়েতের সিপিএম প্রার্থী রবীন্দ্রনাথ মজুমদার। কিন্তু কিন্তু ৪ ভোটে হারছেন জানার পরই ব্যালট চিবিয়ে খেয়ে ফেলেন তৃণমূল প্রার্থী মহাদেব। এই ঘটনায় হতবাক হয়ে যান সিপিএম প্রার্থী থেকে শুরু করে উপস্থিত সকলেই। কিন্তু, শেষমেশ সেই ব্যালট আর হজম হল না।
কারণ, যে যে বুথের ভোট গণনার সময়, ব্যালট ছিনিয়ে নেওয়ার অভিযোগে গণনা সম্পূর্ণ হয়নি, সেরকম ২০টি বুথে নতুন করে ভোটের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য নির্বাচন কমিশন।
এ ব্যাপারে মহাদেব বলেন, ভোট হলে, হবে। জনগণ যা রায় দেবে, মাথাপেতে নেব। আমার বিরুদ্ধে যে মিথ্যা প্রচার, সেই মিথ্যা প্রচারের কোনও প্রমাণ, আমি পাইনি।
গণনার দিন ভুরকুন্ডা পঞ্চায়েতের ৩১ নম্বর বুথে সিপিএম প্রার্থী রবীন্দ্রনাথ মজুমদার ৪ ভোটে জিতছেন, এমন খবর পেয়ে গণনাকেন্দ্রের ভিতরে ঢোকেন মহাদেব। সিপিএমের অভিযোগ, তারপরেই ব্যালটের একটি বান্ডিল ছিনিয়ে নিয়ে মুখে পুরে চিবোতে থাকেন তিনি। বাকি ব্যালট বাক্স ঘরের মধ্যেই ফেলে দেন। গোটা ঘটনায় স্তম্ভিত হয়ে যান সিপিএম প্রার্থী। তিনি বলেন, গণনা চলাকালীন কাউন্টিং শেষ হওয়ার পর আমি ৪ ভোটে জিতি। তারপরই আচমকাই মহাদেব ঘরে ঢুকে, আমার বক্সের থেকে একটি বান্ডিল তুলে নিয়ে চিবিয়ে চিবিয়ে খেয়ে নেয়। এ কারণে ওইদিন কাউকে জয়ী ঘোষণা করেনি প্রশাসন। এবার সেই বুথেই ফের ভোট গ্রহণেরঞ নির্দেশ রাজ্য নির্বাচন কমিশনের। রাজ্যের একাধিক জায়গায় গণনায় অশান্তির ছবি দেখা গিয়েছে। বহু জায়গায় ভেস্তে গিয়েছে গণনা। এমন প্রায় কুড়িটি বুথে ফের ভোটগ্রহণের সিদ্ধান্ত নিল রাজ্য নির্বাচন কমিশন।