কলকাতা: এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রিপোর্টে অসন্তুষ্ট রাজ্য শিশু সুরক্ষা কমিশন। বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করে এ বিষয়ে অসন্তোষ প্রকাশ করা হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শো-কজের জবাবে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের দায়সারা। তাতে কর্তৃপক্ষের চূড়ান্ত দায়িত্বজ্ঞানহীনতার প্রতিফলন ঘটেছে।
কমিশন আরও জানিয়েছে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই ঘটনার সব দায় ঝেড়ে ফেলতে চেয়েছে। তাঁরা ত্রুটি সংশোধন করে ব্যবস্থাপনার সংস্কারের কোনও চেষ্টাই করেননি। র্যাগিংয়ের মতো নিয়মবিরুদ্ধ কাজ আটকানোর চেষ্টাও করা হয়নি। কমিশন জানিয়েছে, বর্তমানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজেদের ত্রুটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। সমস্যার সমাধান করার কোনও মানসিকতা নেই তাঁদের।
আরও পড়ুন: সিপিএম কর্মী সমর্থকদের উপর হামলার অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে
এদিকে বুধবার ১২ দফা প্রশ্নের জবাব চেয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। ২৪ ঘণ্টার মধ্যে বিশ্ববিদ্যালয়কে সেই চিঠির জবাব দিতে বলা হয়েছে। ইউজিসি সেই চিঠির অনুলিপি পাঠিয়েছে রাজভবনেও। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার বলেন, ইউজিসির ওই চিঠি আমার কাছেও রয়েছে। এর আগের চিঠিতে ইউজিসি সন্তুষ্ট হয়নি। আমরা সকলেই চাই র্যা গিং বন্ধ হোক। গতকালই কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে তাঁর সঙ্গে যাদবপুরে যাওয়ার প্রস্তাব দেন।
গত রবিবার ইউজিসি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে চিঠি দিয়ে ছাত্র মৃত্যু সম্পর্কে ২৪ ঘণ্টার মধ্যে বিস্তারিত জানতে চেয়েছিল। তার আগেই দিল্লি থেকে ঘোষণা করা হয়েছিল, বুধবার ইউজিসির প্রতিনিধিদল যাদবপুরে আসতে পারে। ইউজিসির নির্দেশ মেনে নির্ধারিত সময় মেনেই সোমবার রিপোর্ট পাঠিয়ে দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তারপরই বিশ্ববিদ্যালয় দাবি করে, ইউজিসি রিপোর্টে সন্তুষ্ট। তাই বুধবার তারা তদন্তে আসছে না।