কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ইস্তফা দাবি করলেন প্রাক্তন বিচারপতি এবং তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay)। কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ সোমবার রায় দিয়েছে, ২০১৬ সালের এসএসসির (Bengal SSC Recruitment Case) সমস্ত নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হল। এর অর্থ, প্রায় ২৬ হাজার চাকরিপ্রাপকের চাকরি বাতিল হয়ে গেল। তাঁদের মধ্যে নবম, দশম, একাদশ, দ্বাদশের শিক্ষক ছাড়াও গ্রুপ সি এবং গ্রুপ ডি শিক্ষাকর্মীও আছেন। আদালতের এই নির্দেশের পরই প্রাক্তন বিচারপতি অভিজিত গঙ্গোপাধ্যায় মেচেদায় সাংবাদিক বৈঠক ডেকে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেন। তিনি মুখ্যমন্ত্রীকে ঠগ, জোচ্চর এবং মিথ্যেবাদী বলেও কটাক্ষ করেন। বিজেপি প্রার্থী বলেন, বিন্দুমাত্র লজ্জা থাকলে মুখ্যমন্ত্রীর আজই পদত্যাগ করা উচিত। তাঁর মতে, এই মুহূর্তে রাজ্যে রাষ্ট্রপতি শাসনও জারি হওয়া উচিত।
আরও পড়ুন: এসএসসির প্রায় ২৬ হাজার চাকরি বাতিল করল হাইকোর্ট
প্রসঙ্গত, শিক্ষায় নিয়োগ দুর্নীতি মামলায় বিচারপতি থাকাকালীন তিনিই প্রথম সিবিআই তদন্তের নির্দেশ দেন। পরে চাকরি ছেড়ে বিজেপিতে যোগ দিল শাসকদল অভিযোগ করে, প্রাক্তন বিচারপতির সব রায়ই ছিল রাজ্য সরকারকে হেয় করার জন্য এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
প্রাক্তন বিচারপতি এদিন বলেন, কলকাতা হাইকোর্টের রায়ে আমি গর্বিত। মিথ্যাচারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মানুষকে ঠকিয়েছেন। আমার অত্যন্ত খারাপ লাগে এই চোর মুখ্যমন্ত্রীর শাসনে আমাদের থাকতে হচ্ছে। এই মুখ্যমন্ত্রীর ক্ষমতায় থাকার কোনও অধিকার নেই। হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের মানুযের উচিত মুখ্যমন্ত্রীকে বয়কট করা। আমার ভেবে খারাপ লাগছে যে, এই নির্লজ্জ ৃ সরকারের জন্য যোগ্য প্রার্থীরা দীর্ঘদিন ধরে বঞ্চিত হয়েছেন।
দেখুন অন্য খবর