কলকাতা: প্রয়াত ঋষি অরবিন্দের (Rishi Aurobindo) দর্শন অনুসরণকারী এবং প্রচারক অধ্যাপক বিশ্বনাথ রায় (Biswanath Roy)। গত রবিবার কলকাতার (Kolkata) একটি বেসরকারি হাসপাতালে দুরারোগ্য রোগে মৃত্যু হয় তাঁর। চুঁচুড়ার বাসিন্দা অধ্যাপক রায়ের বয়স হয়েছিল ৮৩ বছর।
অরবিন্দের জীবন এবং দর্শনের অধ্যাপক রায় ছিলেন এক বিশেষজ্ঞ এবং তাঁর মতাদর্শ প্রচার করতে পশ্চিমবঙ্গ (West Bengal) এবং ভারত ভ্রমণে বেরিয়েছিলেন। বহু আলোচনা সভায় বক্তৃতা দিয়েছেন তিনি, যেখানে যোগ দিয়েছে দেশের যুবসমাজ। তাঁর হাত ধরেই জগুদাসপাড়ায় গড়ে উঠেছিল অরবিন্দ ভবন।
বিপ্লবী হিসেবে অরবিন্দের ভূমিকা নিয়ে একাধিকবার কথা বলেছেন অধ্যাপক। বিপ্লবী মন্ত্রে অনুপ্রাণিত অরবিন্দ ঘোষ (Aurobindo Ghosh) পুদুচেরিতে (Puducherry) যাওয়ার পর ঋষি অরবিন্দে রূপান্তরিত হন। সেই সময় এবং তারপরেও বিপ্লবীদের উপর তাঁর গভীর প্রভাব পড়েছিল।
সুবক্তা বিশ্বনাথ রায় অরবিন্দ ভবন, অরবিন্দ পাঠমন্দির এবং চন্দননগরের বারাসত গেটের শ্রী রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ এবং শ্রী অরবিন্দ নিলয়ে বক্তৃতা দিয়েছিলেন। রবিবার রাতে অধ্যাপকের মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে। সোমবার অরবিন্দ ভবন, অরবিন্দ পাঠমন্দির এবং চন্দননগরের বারাসত গেটের শ্রী রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ এবং শ্রী অরবিন্দ নিলয়ে নিয়ে যাওয়া হয়েছিল তাঁর মরদেহ। চুঁচুড়ায় দাহ করা হয় অধ্যাপক রায়কে। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন পুরপ্রধান অমিত রায়, স্থানীয় পুর প্রতিনিধি সুপর্ণা সেন সহ বহু মানুষ।