কলকাতা: সময়ের আগেই কেরলে বর্ষার আগমন ঘটেছে। বাংলার আকাশে ঘনাচ্ছে কালো মেঘ। তপ্ত গরমে পুড়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। বর্ষা (Kolkata Monsoon) কবে আসবে আসবে এ নিয়ে প্রশ্ন উঠছে। তবে এবার বড় খবর দিল আলিপুর আবহাওয়া অফিস। হাওয়া অফিস বলছে, দ্রুত গতিতে বাংলার দিকে ছুটে আসছে ‘বর্ষা’। সময়ের অনেক আগেই বর্ষা আসছে বাংলায়। আগামী সপ্তাহের তিন দিন ভারী বৃষ্টির পূর্বাভাস। যার জেরে ভাসতে পারে দক্ষিণবঙ্গে। বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ (Low Pressure)। যার প্রভাবেই রাজ্যের বিভিন্ন জেলায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
হাওয়া অফিস জানাচ্ছে, কেরলে এদিন পা রেখেছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। বাংলায় বর্ষা আসার স্বাভাবিক সময় জুনের ৮ তারিখ। বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হচ্ছে। মঙ্গলবার উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর তার জেরে জারি হয়েছে হলুদ সতর্কতা। বুধবার থেকে বাড়বে বৃষ্টি। আজ থেকে ৩০ মে পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির (Bengal Heavy Rain Alret) সঙ্গে কোনও কোনও জেলায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বুধবার থেকে বাড়বে বৃষ্টি। দক্ষিণ ২৪ পরগনা,পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে। শুক্রবার দক্ষিণের সাত জেলায় হলুদ সতর্কতা জারি।
আরও পড়ুন: কেরলে এক সপ্তাহ আগেই বর্ষা…
পশ্চিমের জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে শুক্রবার। ৩০ মে দুই বর্ধমান, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, হুগলি জেলার কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে। ২৮ মে কোচবিহার, ২৯ মে কোচবিহার ও জলপাইগুড়ি এবং ৩০ মে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, মালদার কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে কোনও কোনও জেলায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
অন্য খবর দেখুন