ওয়েব ডেস্ক: শুক্রবার ফল প্রকাশ হল মাধ্যমিক ২০২৫ (Madhyamik 2025)- এর। তবে এবার যুগ্ম ভাবে দ্বিতীয় হলেন মালদহের রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের ছাত্র অনুভব বিশ্বাস এবং বাঁকুড়ার বিষ্ণুপুর হাই স্কুলের ছাত্র সৌম্য পাল। দুজনেরই প্রাপ্ত নম্বর ৭০০- এ ৬৯৪। দুজনেই নিজেদের নম্বর শুনে অবাক। ভালো ফলাফলের প্রত্যাশা করেছিলেন, কিন্তু এত ভালো ফলাফল হবে ভাবেননি তাঁরা দুজনেই ।
বাঁকুড়ার কৃতি ছাত্র সৌম্য নিজের ফলাফল শুনে কী বলল?
আরও পড়ুন: মাধ্যমিকে প্রথম দশে কারা? দেখুন সরাসরি
সৌম্য পাল ভালো ফলাফল করবেন বলে আশাবাদী ছিলেন, কিন্তু এত ভালো ফলাফল হবে তা তিনি আশা করেননি। রাজ্যের প্রথম তিনজনের মধ্যে চলে আসবেন তা তাঁর কাছে স্বপ্নের মত। ফল দেখে যেমন খুশি হয়েছেন, তেমনই চমকেও উঠেছেন।
সৌম্যর প্রাপ্ত নম্বর ৬৯৫। সৌম্য বলছে, ‘খুব ভালো লাগছে। বিশ্বাসই করতে পারিনি প্রথমে যে আমি দ্বিতীয় হয়েছি।’সাংবাদিক সম্মেলন থেকে জানতে পারে সে দ্বিতীয় হয়েছে।
এরপরের কী প্ল্যান তাঁর?
সৌম্য জানান, উচ্চমাধ্যমিক সে বিজ্ঞান নিয়েই পড়তে চান। তারপর কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছে রয়েছে তাঁর। ছোটদের উদ্দেশে সৌম্য বলেন, ‘শিক্ষকেরা যে ভাবে বলবেন সেভাবেই পড়াশোনা করে যেতে হবে, তাহলেই মিলবে কাঙ্খিত সাফল্য।’ তাঁর সাফল্যের পিছনেও যে এটাই মূল মন্ত্র তা তিনি জানিয়ে দেন।
দেখুন অন্য খবর