বাঁকুড়া: তাপপ্রবাহের সতর্কতা (Heat Wave Warning) জারি জেলাজুড়ে। গরমকে উপেক্ষা করে কোতুলপুরে ভোট প্রচারে (Election campaign) বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ (BJP candidate Soumitra Khan)। প্রচারে নেমে কখনও ডাব খেলেন তো কখনও আইসক্রিম খেলেন, ক্লাবে গিয়ে ক্যারাম খেলতে দেখা গেল। প্রচারের ফআঁকে হালকা মেজাজে বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সৌমিত্র খাঁ জানান, আমি খেলোয়ার ছিলাম আজও খেলোয়াড় আছি খেলতে ভালোবাসি, এখন জনগণের জন্য খেলছি। এক সময় ক্রিকেট ফুটবল ক্লাব ব্যাডমিন্টন সবই খেলতাম। তিনি আরও বলেন, এই রোদে একজন শ্রমিক যদি মাঠে কাজ করতে পারে তবে নেতাদেরও এইভাবে রাস্তায় থাকা উচিত।
হাওয়া অফিস ইতিমধ্যেই বাঁকুড়া জেলায় তাপপ্রবাহ জারি করেছে। বিগত কয়েকদিন ধরেই ৪০ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে জেলার তাপমাত্রা। রোদের তাপে লাগছে ছ্যাঁকা। এই কঠিন রোদেও ১ ইঞ্চিও জায়গা ছাড়তে নারাজ বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। বৃহস্পতিবার সকাল থেকেই কোতুলপুর ব্লকের বিভিন্ন প্রান্তে ভোট প্রচার করছেন সৌমিত্র খাঁ। রোদের হাত থেকে একটু স্বস্তি পেতে কখনও তাকে দেখা যায় ডাবের জল খেতে, কখনও ঠান্ডা জলে হাত মুখ ধুয়ে ভোট প্রচার, কখনো কর্মীর সমর্থকদের সঙ্গে নিয়ে আইসক্রিম খেলেন, আবার কখনও স্থানীয় অনুষ্ঠানে খিচুড়ি রান্না করতেও দেখা যায় সৌমিত্রকে।
আরও পড়ুন: মদ খেয়ে রাজ্য পুলিশের কনস্টেবলকে উর্দি পড়ে গড়াগড়ি দিতে দেখা গেল
প্রচার করলেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডল (Trinamool candidate Sujata Mandal)। সুজাতাকেও প্রচারে দেখা গেল অন্য মেজাজে। কখনও নিজের কাঁধে ঢাক তুলে ঢাক বাজিয়ে, কখনও নকুল দানা-গুড়, বাতাসা বিলি করে,আবার কখনও ত্রিশূল হাতে তুলে, মন্দিরে পুজো দিলেন। এদিন বাঁকুড়ার এক্তেশ্বর মন্দিরে পুজো দিতে যাওয়ার সময় কাঁধে ঢাক তুলে চড়াম চড়াম করে বাজিয়ে মন্দিরে পুজো দিলেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডল। মন্দিরের ভিতর পুজো দেওয়ার সময় নিজের হাতে ত্রিশূল তুলে নেন সুজাতা। নাম না করে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁকে এদিন ফের ‘অসুর’ বলে কটাক্ষ করেন সুজাতা। বলেন, বিরোধী নামক ‘অসুর’কে বধ করতেই হাতে ত্রিশূল তুলে নেন তিনি।
অন্য খবর দেখুন