কলকাতা: ফের এভারেস্ট (Everest) জয় করলেন বাঙালি। বর্ধমান শহরের রানিসায়ারের পূর্ব পাড়ের বাসিন্দা সৌমেন সরকার। বৃহস্পতিবার ৮৮৪৯ মিটার উঁচুতে উঠে মাউন্ট এভারেস্টের চূড়ায় জাতীয় পতাকা তোলেন এই বঙ্গসন্তান। বরাবরের নেশা পর্বত অভিযান। পাশাপাশি, পূর্ত দফতর (সড়ক) বিভাগের জাতীয় সড়ক সাব ডিভিশনের সহকারী বাস্তুকার হিসাবে কর্মরত রয়েছেন। ১ এপ্রিল থেকে তিনি প্রায় ২ মাসের জন্য এভারেস্ট অভিযানে বের হন।
আরও পড়ুন: বাগবাজারের নির্মীয়মান আবাসনে দগ্ধ দেহ, রহস্য
জানা গিয়েছে, গত ২০ বছর ধরে তিনি পর্বত আরোহনের সঙ্গে যুক্ত। দেশ বিদেশের একাধিক পর্বতশৃঙ্গে ট্রেক করেছেন। ২০২৪ সালে ৬০০১ মিটারের Mount Deo Tibba, ২০২৩ সালে রাশিয়ার মাউন্ট একব্রুশ, ২০২২ সালে মাউন্ট Yunum জয় করেছেন। পাশাপাশি, ২০১৮ এবং ২০১৯ সালে মাউন্ট নুন এবং মাউন্ট স্টক কাংরি জয় করেন বছর ৫৬–র সৌমেন।
চলতি বছরের ১ ফেব্রুয়ারি তিনি নেপালের মাউন্ট এভারেস্ট এবং মাউন্ট Lhotse পর্বতশৃঙ্গ জয়ের উদ্দেশে ট্রেক শুরু করেন বর্ধমান থেকে। ৭ এপ্রিল বেসক্যাম্প থেকে শুরু হয় এভারেস্ট অভিযান। ৩৯ দিনের মাথায় সফল হয় সেই অভিযান।
দেখুন আরও খবর: