সামসেরগঞ্জ: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যুর ঘটনায় গ্রেফতার মুর্শিদাবাদের সামশেরগঞ্জের নিমতিতার কর্মকার পাড়ার বাসিন্দা হিমাংশু কর্মকার। সেই খবর পৌঁছতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এক ভাই, এক বোন এবং মাকে নিয়েই সংসার হিমাংশুর পরিবারের। হিমাংশুর বাবার মৃত্যু হয়েছে দশ বছর আগে।
প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত স্থানীয় স্কুলে পড়াশুনা করলেও ষষ্ঠ শ্রেণি থেকেই মেধাবী হিমাংশুর পড়াশুনা শুরু নবোদয় বিদ্যালয় থেকে। তারপর থেকেই এখনও পর্যন্ত বাইরেই পড়াশুনা করে যাচ্ছে হিমাংশু। বড় দিদিও কলকাতায় পড়াশুনা করেন। মা স্থানীয় শেরপুর শিশু শিক্ষা কেন্দ্রের শিক্ষিকা। মধ্যবিত্ত পরিবারের সন্তান হিমাংশু যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে অঙ্কে মাস্টার ডিগ্রি সম্পন্ন করার পর সম্প্রতি মাস দুয়েক আগে পিএইচডিতে ভর্তি হন। শুক্রবার সন্ধ্যায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যুর ঘটনায় তাঁর গ্রেফতারের খবর চারিদিকে ছড়িয়ে পড়তেই এলাকায় আলোড়ন তৈরি হয়েছে।
আরও পড়ুন: তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত রায়না, গ্রেফতার ৫
স্থানীয় বাসিন্দাদের দাবি, হিমাংশু খুব ভালো ছেলে। কিন্তু কীভাবে এই অঘটন ঘটল, সেটা তাঁরা ভাবতেই পারছেন না। এদিকে গ্রেফতারের পর থেকেই সামশেরগঞ্জের নিমতিতার কর্মকারপাড়ায় অবস্থিত হিমাংশুর বাড়িতে তালা পড়েছে। মাও নেই বাড়িতে। স্বাভাবিকভাবে পরিবারের কোনও সদস্যের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।