কলকাতা: ভোট পরবর্তী অশান্তির তদন্তের জন্য গঠিত সিটের (SIT) চেয়ারম্যান হলেন অবসরপ্রাপ্ত বিচারপতি মঞ্জুলা চেল্লুর। বৃহস্পতিবার বিশেষ তদন্তকারী দল বা SIT গঠন করে রাজ্য সরকার। ওই তদন্তকারী দলে ১০ জন দক্ষ আইপিএস আধিকারিক রয়েছেন। যারা রাজ্যের বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ পদে আসীন রয়েছেন। সেই দলের চেয়ারম্যান হচ্ছেন কলকাতা হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুর।
মঞ্জুলা চেল্লুরের জন্ম ১৯৫৫ সালের ৫ ডিসেম্বর, কর্নাটকে। আইন পাশ করে তিনি কর্নাটকের বেলারিতে প্র্যাকটিস শুরু করেন। তিনি কলকাতা হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি, কেরল হাইকোর্টের প্রধান বিচারপতি এবং কর্ণাটক হাইকোর্টের প্রথম মহিলা বিচারক ছিলেন।
ভোট পরবর্তী ‘অশান্তি’ মামলার তদন্তভার সিবিআই (CBI) এবং সিটের উপর দিয়েছিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। ১৯ জুলাই হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, ভোট পরবর্তী খুন, ধর্ষণ, অস্বাভাবিক মৃত্যুর মতো গুরুতর ঘটনার তদন্ত করবে সিবিআই। বাড়ি ভাঙচুর করা-আগুন লাগানো, মারধর করা, ঘরছাড়া করার মতো অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ ঘটনার তদন্ত করবে সিট (SIT)। ছ’সপ্তাহের মধ্যে জমা দিতে হবে রিপোর্ট।
আরও পড়ুন: সিটের পর্যবেক্ষণে কোন বিচারপতি, আজ জানাতে পারে হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ
সিট গঠনের পরদিন শুক্রবার ভোট পরবর্তী শুনানি হবে কলকাতা হাইকোর্টের বৃহত্তর বেঞ্চে। বৃহত্তর বেঞ্চ এর আগে নির্দেশ দিয়েছিল ৪ অক্টোবর ডিভিশন বেঞ্চ এই মামলার শুনানি হবে। আচমকা বৃহত্তর বেঞ্চে শুনানির দিন ধার্য হওয়ায় জল্পনা ছড়িয়েছে। কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল সম্প্রতি বলেন, ভোট পরবর্তী হিংসার তদন্তে সক্রিয় নয় সিট। তিনি বলেছিলেন, ‘সিট যে কাজ করছে না সেটা আমরা জানি। এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।’